Homeরাজনীতিপণ্য বর্জনকারীরা অসাধু ব্যবসায়ীদের উসকে দিচ্ছে: নাছিম

পণ্য বর্জনকারীরা অসাধু ব্যবসায়ীদের উসকে দিচ্ছে: নাছিম

যারা পণ্য বর্জনের মাধ্যমে দেশের শান্তি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

রোববার (২৪ মার্চ) আওয়ামী লীগের খাদ্য সামগ্রী বিতরণ শেষে বঙ্গবন্ধু এভিনিউতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাছিম। এসময় পণ্য বর্জনকারীদের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা নানাভাবে সম্প্রীতির বাংলাদেশকে অশান্ত করতে চাচ্ছে। তারা সংযমের মাসে সংযমী না হয়ে মানুষকে বিভ্রান্ত করছে।’

পণ্য বর্জনকারীরা দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে কথা না বলে অসাধু কারসাজিকারীদের উসকে দিচ্ছে বলে দাবি করেন নাছিম। বলেন, ‘শেখ হাসিনা সরকার এসব সিন্ডিকেটের বিরুদ্ধে সবসময় সোচ্চার।’

২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির দাবি জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা বলেন, ‘তাহলে পাকিস্তান হবে অপরাধী রাষ্ট্র।’

‘যারা বাংলাদেশের মাটিতে বসে পাকিস্তানিদের হয়ে কথা বলে, যারা স্বাধীনতা দিবসে রাজনৈতিক কার্যক্রম পালন করে না। তারা পাকিস্তানিদের দোসর।’ যোগ করেন নাছিম।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুমাসের বেশি সময় পর জোরেশোরে ভারতবিরোধী আন্দোলনে নেমেছে বিএনপি। প্রকাশ্যে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে দলটি। নির্বাচনের পরপর এই কর্মসূচি শুরু করেছিল বিএনপির যুগপৎ আন্দোলনের মিত্র দু-একটি ছোট দল। তখন বিএনপি এ নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেনি। কিন্তু সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিজের ভারতীয় চাদর ছুড়ে ফেলে এ আন্দোলনে নতুন মাত্রা দেয়ার চেষ্টা করেন।

তার এমন কাজের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা।

সর্বশেষ খবর