Homeসর্বশেষ সংবাদনড়াইলে দুইজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইলে দুইজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।।

মাদক মামলায় তিনবছর কারাদণ্ড ও পাচ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি এনায়েত সরদার (৪২) কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৭ মার্চ) গ্রেফতারকৃত আসামি এনায়েত সরদার (৪২) নড়াইল সদর থানাধীন বাগডাঙ্গা গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে। তিনি পুলিশের চোখ ফাঁকি দিতে যশোর জেলার বাঘারপাড়া থানার ধলগ্রামে বসবাস করতো। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র ও এএসআই (নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ধলগ্রাম বাজার হতে তাকে গ্রেফতার করে।

অপরদিকে একবছর কারাদণ্ডপ্রাপ্ত ইলিয়াস শেখ নামের একজন আসামিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ইলিয়াস শেখ নড়াইল জেলার কালিয়া থানাধীন মাধবপাশা গ্রামের সুলতান শেখের ছেলে। তার নামে কালিয়া থানায় দুইটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) নাজির সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

সর্বশেষ খবর

Exit mobile version