Homeখেলাআইপিএল ইতিহাসে সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি করলেন কোহলি

আইপিএল ইতিহাসে সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি করলেন কোহলি

শনিবারের (৬ এপ্রিল) রাতটা সুখকর হলো না বিরাট কোহলির। লজ্জাজনক একটা রেকর্ডে নাম ঢুকে গেছে তার। রাজস্থান রয়্যালসের বিপক্ষে এদিন কোহলি নিজে করেছেন আইপিএল ইতিহাসের সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি, এরপর হেরেছে তার দলও।

জয়পুরের মানসিং স্টেডিয়ামে ৬৭ বলে সেঞ্চুরি পূরণ করেন কোহলি, শেষ পর্যন্ত অপরাজিত থাকে ১১৩ রান করে। এটা আইপিএলে যৌথভাবে সবচেয়ে ধীরগতির ইনিংস। ৬৭ বলে সেঞ্চুরি আছে মানিশ পান্ডেরও। ২০০৯ সালে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৬৭ বলে শতক হাঁকিয়েছিলেন বেঙ্গালুরুর পান্ডে।

আইপিএলে তৃতীয় সর্বোচ্চ ধীরগতির ইনিংস শচীন টেন্ডুলকারের। ২০১১ সালে কোচি টাস্কার্স কেরালার বিপক্ষে ৬৬ বলে শতক করেছিলেন তিনি। ৬৬ বলে আইপিএল শতক আছে ডেভিড ওয়ার্নার ও জস বাটলারেরও। অজি ক্রিকেটার ২০১০ সালে ধীরগতির ওই সেঞ্চুরি করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে, ২০২২ সালে বাটলারের সেঞ্চুরিটি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।

প্রসঙ্গত, কোহলির ধীরগতির সেঞ্চুরির ম্যাচে ৬ উইকেটে হেরেছে বেঙ্গালুরু। ৪ উইকেটে বেঙ্গালুরুর দেয়া ১৮৪ রানের লক্ষ্যে ৬ উইকেটে জয় পায় রাজস্থান। যে বলে দল জিতে, সে বলেই সেঞ্চুরি পূরণ করেন রাজস্থানের জস বাটলার। চার ম্যাচে এটা এবারের আইপিএলে রাজস্থানের চতুর্থ জয়, ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানটাও তাদের দখলে। বেঙ্গালুরু হারল টানা তৃতীয় ম্যাচ।

সর্বশেষ খবর