Homeখেলাআনচেলত্তি বললেন, রিয়াল কখনও শেষ হয় না

আনচেলত্তি বললেন, রিয়াল কখনও শেষ হয় না

রুদ্ধশ্বাস এক ম্যাচে বুধবার (১৭ এপ্রিল) বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ। টাইব্রেকারে সিটিকে ৪-৩ গোলে হারিয়েছে রিয়াল। এমন জয়ের পর বেশ উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।

ঘরের মাঠে সিটির বিপক্ষে ড্র করার পর অনেকেই ভেবেই নিয়েছিল সিটির মাঠে কোনোভাবেই জিততে পারে না রিয়াল। তবে সেটাই করে দেখিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটি। আর এর পাশাপাশি সমালোচকদের একহাত নিয়েছেন কার্লো।

রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘মাদ্রিদ বহুবার এমন জয় পেয়েছে। এটার কারণ হতে পারে ব্যাজটি (রিয়ালের লোগো)। টাইব্রেকারে ম্যাচ গড়ানোর পরই বুঝে গিয়েছিলাম আমরা সেমিফাইনালে যাচ্ছি। কেউ যা ভাবতে পারে না, তেমন কিছুই করে দেখায় এই ক্লাব। আন্দ্রে (লুনিন) অবিশ্বাস্য খেলেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা রক্ষণটা খুব ভালোভাবে সামলেছি আজকে। লড়াইটা ছিল স্রেফ টিকে থাকার। মাদ্রিদ এরকমই এক ক্লাব, যখন মনে হয় কোনো উপায় নেই, তখনই আমরা কোনো একটি পথ খুঁজে নেই।’

এদিকে সিটির মাঠে জিততে হলে যেকোনো দলকে দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে ত্যাগ স্বীকার করতে হবে সেই বিষয়টা জানিয়েছেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের কোচ বলেন, ‘আমি সত্যিই দলের এমন লড়াই এবং ত্যাগ স্বীকারকে পছন্দ করি। এখানে জিততে হলে এটাই একমাত্র পন্থা। আপনি জয়টি ভাষায় বর্ণনা করতে পারবেন না।’

এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রতিপক্ষের নামও জেনে গেছে রিয়াল। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালে খেলবে আনচেলত্তির দল। প্রথম লেগ অনুষ্ঠিত হবে বায়ার্নের মাঠে, ৩০ এপ্রিল।

সর্বশেষ খবর