Homeআন্তর্জাতিকন্যাটোতে যোগ দিতে হলে যুদ্ধে জিততেই: জেলেনস্কি

ন্যাটোতে যোগ দিতে হলে যুদ্ধে জিততেই: জেলেনস্কি

রাশিয়াকে হারাতে পারলে তবেই ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সোমবার (২৯ এপ্রিল) ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সাথে কিয়েভের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি পরিদর্শন করার সময় জেলেনস্কি বলেন, আমার মতে, আমরা জিতলেই (রাশিয়ার বিরুদ্ধে) ন্যাটোতে যুক্ত হতে পারব। আমি বিশ্বাস করি, যুদ্ধ চলাকালে আমরা ন্যাটোতে যোগ দিতে পারব না।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি, যুদ্ধ শুরু হওয়ার আরেকটি কারণ হলো আমরা এর আগে জোটে ছিলাম না। রাশিয়া বহু বছর আগে ইউক্রেনের অংশীদারদের সঙ্গে চেষ্টা চালিয়েছিল যাতে কিয়েভকে ন্যাটো ও ইইউতে গ্রহণ করা না হয়।

এসময় স্টলটেনবার্গ বলেন, নতুন কোনো দেশকে জোটের সদস্য হওয়ার জন্য ন্যাটোর ৩২টি সদস্য দেশের সম্মতির প্রয়োজন। তবে, তাদের মধ্যে এখন এ ধরণের ঐক্যমত নেই।

সোমবার সকালে একটি অঘোষিত সফরে কিয়েভে যান ন্যাটো মহাসচিব। এই সফরে তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন এবং ইউক্রেনের পার্লামেন্টে ভাষণ দেন।

সর্বশেষ খবর

Exit mobile version