Homeআন্তর্জাতিকইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ১৫ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ১৫ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বহু বাড়িঘর ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (৪ মে) ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আব্দুল মুহারি বলেছেন,

শুক্রবার দক্ষিণ সুলাওয়েসির লুউউ রিজেন্সি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘লুউউ রিজেন্সিতে বন্যা ও ভূমিধসের কারণে মোট ১৪ বাসিন্দা মারা গেছেন।’ আর অন্য এক এলাকায় অন্তত একজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন বলে জানান মুহারি।
বিএনপিবির তথ্য অনুযায়ী, বন্যায় শতাধিক বাড়িঘর ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪২টি বাড়িঘর ভেসে গেছে। এছাড়া চারটি রাস্তা ও একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যা কবলিত এলাকা থেকে প্রায় ১১৫ জন বাসিন্দাকে মসজিদ অথবা আত্মীয়দের বাড়িতে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে সুলাওয়েসির এক হাজার ৩০০টিরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কর্তৃপক্ষ তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এর আগে, গত মার্চে দেশটির সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়।

সর্বশেষ খবর