Homeখেলা৩৬তম লিগ জিতল রিয়াল, বাকিদের কার কয়টা

৩৬তম লিগ জিতল রিয়াল, বাকিদের কার কয়টা

কাদিজকে ৩-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ অর্ধেকটা কাজ শেষ করে রেখেছিল। ঘণ্টা কয়েক পর বার্সেলোনাকে জিরোনা হারাতেই অপেক্ষা ফুরায় লস ব্লাঙ্কোসদের, ৩৬তম বারের মতো লা লিগার শিরোপা জিতল তারা। অন্য দলগুলো কে কয়টা করে লিগ জিতেছে?

৩৬তম বারের মতো লিগ জেতা রিয়ালই লা লিগার সর্বোচ্চ শিরোপাধারী। ১৯২৯ সালে লিগ চালু হওয়ার পর ১৯৩১-৩২ মৌসুমে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হয় তারা। পরের সময়টায় দলটি ট্রফির স্বাদ নিয়েছে আরও ৩৫ বার। ৩৬টা লিগ ট্রফি জেতার পাশাপাশি তারা রানার্সআপ হয়েছে ২৫ বার।

গত দশকে লিগে আধিপত্য দেখানো বার্সেলোনা লা লিগা জিতেছে ২৭টি। কেবল গত দশকেই তারা শিরোপা উঁচিয়ে ধরেছে ৬ বার। ২৭ বার শিরোপা জেতা বার্সা সমানসংখ্যক বার রানার্সআপও হয়েছে।

লা লিগায় শিরোপাসংখ্যার হিসাবে তৃতীয় স্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ১৯৩৯-৪০ মৌসুমে প্রথম বার লিগ জেতা দলটি এখন পর্যন্ত শিরোপা জিতেছে ১১ বার, রানার্সআপ ১০ বার। অ্যাথলেটিক ক্লাব ৮, ভ্যালেন্সিয়া ৬ ও রিয়াল সোসিয়েদাদ শিরোপা জিতেছে ২ বার।

১ বার করে লা লিগা জেতার নজির আছে ডেপোর্টিভো লা করুনা, সেভিয়া ও রিয়াল বেতিসের।

সর্বশেষ খবর

Exit mobile version