Homeসর্বশেষ সংবাদঅবশেষে পঞ্চগড়ে স্বস্তির বৃষ্টি

অবশেষে পঞ্চগড়ে স্বস্তির বৃষ্টি

সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় প্রতিনিধি।।

প্রতীক্ষার দীর্ঘদিনের পর অবশেষে পঞ্চগড়ে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে। প্রায় ৮ মাস পর পড়ছে বৃষ্টি।
বৃহস্পতিবার (৯মে) দুপুরের দিকে পঞ্চগড়ের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে।

কিছুদিনের তীব্র দাবদাহের পর বৃষ্টি পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ ও প্রাণিকুল। দুপুরে এক পশলা বৃষ্টিতে ধুয়ে যায় তপ্ত জেলার আশপাশের এলাকা।এতে তীব্র গরমে খানিক প্রশান্তি নেমে আসে।এসময় আকাশে মেঘের গর্জন শোনাও গেছে।

তুলারডাঙ্গা এলাকার ভ্যানচালক আইজুল হক জানান,অনেকদিন পর বৃষ্টি হওয়ায় শরীরে স্বস্তি এসেছে।

টুনিরহাট এলাকার কৃষক হাসিবুল ইসলাম বলেন,অনেকদিন পরে বৃষ্টি হওয়ায় বাদাম,ভুট্টা,মরিচসহ বিভিন্ন ফসলের উপকারে আসবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপপরিচালক আব্দুল মতিন জানান,বৃষ্টি হওয়ায় মানুষ, প্রাণিকুলসহ ফসলে অনেক স্বস্তি নেমে আসবে।এভাবে কয়েকদিন বৃষ্টি হলে ফসলের ফলন পুষিয়ে আসার সম্ভবনা রয়েছে।

সর্বশেষ খবর

Exit mobile version