Homeজেলানাটোরে ২ হাজার কেজি খেজুরের গুড় ধ্বংস

নাটোরে ২ হাজার কেজি খেজুরের গুড় ধ্বংস

নাটোরের লালপুর উপজেলার চর জাজিরা এলাকায় রং, চিনি ও ক্ষতিকর রাসায়নিকদ্রব্য দিয়ে তৈরি ২ হাজার কেজি ভেজাল খেজুরের গুড় ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে র‌্যাব-৫ রাজশাহী সদর দফতরের সদস্যরা চর জাজিরা এলাকায় ভেজাল গুড় জব্দের পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে খবর দেয়।

খবর পেয়ে ভোক্তা অধিকারের কর্মকর্তারা এসে ওই গুড় ধ্বংস করেন। এ সময় ভেজাল গুড় প্রস্তুতকারক নাজিম উদ্দিনকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়।

নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে ২ হাজার কেজি ভেজাল গুড়, ৫০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি ও ১০ কেজি ডালডা ধ্বংসের পাশাপাশি ভেজাল গুড় প্রস্তুতকারক নাজিম উদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর