Homeখেলাহারের পর রেফারিকে দুষল ব্রাজিল

হারের পর রেফারিকে দুষল ব্রাজিল

কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কো তাদের ধারাবাহিকতা ধরে রেখেছে। স্পেন, পর্তুগালের পর মরক্কোর কাছে ধরাশায়ী হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ম্যাচ হেরে ব্রাজিলের খেলোয়াড়রা রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন।

রোববার (২৬ মার্চ) ভোর ৪টায় ইবনে বতুতা স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। মরক্কোর হয়ে গোলদুটি করেন সোফিয়ান বৌফল ও আব্দেলহামিদ সাবিরি। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ক্যাসেমিরো।

নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভা চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ায় মরক্কোর বিপক্ষে ব্রাজিলকে নেতৃত্ব দেন মিডফিল্ডার ক্যাসেমিরো। তবে তার নেতৃত্বে দল ভালো কিছু পায়নি। যদিও তিনি একটি গোল পেয়েছেন। কিন্তু তাতে দলের হার এড়ায়নি।

ম্যাচ শেষে ক্যাসেমিরো বলেন, ‘ব্রাজিল কখনো রেফারিং নিয়ে কথা বলে না। তবুও সবার প্রতি সম্মান রেখেই বলছি, এই ম্যাচে সবচেয়ে বড় সমস্যা ছিল রেফারি।’

ক্যাসেমিরো আরও বলেন, ‘ব্রাজিলের কাছ থেকে অনেক বেশি আশা করেন ভক্তরা। নতুনদের নিয়ে আমরা সেই আশা পূরণের চেষ্টা করছি। আমরা অসাধারণ একটি দলের বিপক্ষে খেলেছি। মরক্কো খুব ভালোভাবে নিজেদের পরিকল্পনা সাজিয়ে খেলেছে। আমরা এটিকে সম্মান করি।’

এ ছাড়া রদ্রিগো বলেন, ‘রেফারিংয়ের কারণে ম্যাচের গতি নষ্ট হয়েছে। আমি এটিকে দায় দিচ্ছি না। কারণ, হারের দায় আমাদের নিজেদের।’

সর্বশেষ খবর