Homeজেলাভূরুঙ্গামারীতে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

আজিজুল হক, নিজস্ব  প্রতিনিধি।।

“প্রতিষ্ঠান প্রধান যেমন, প্রতিষ্ঠান তেমন…” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হাইস্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে করণীয় নির্ধারন  বিষয়ে  সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে মাকসুদা আজিজ ফাউন্ডেশন সভাকক্ষে সম্মিলিত শিক্ষক পরিষদ, ভূরুঙ্গামারী উপজেলা শাখা আয়োজিত এই সেমিনারে শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ বাবুল আক্তারের সভাপতিত্বে ও মাইটিভি ভূরুঙ্গামারী  প্রতিনিধি মাঈদুল ইসলাম মুকুল এর সঞ্চালনায়  বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ মেফতাউল ইসলাম মিলন, টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া।
 
শিক্ষার গুণগত মান উন্নয়নে  উপজেলার মাধ্যমিক, মাদরাসা ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৫০ জন প্রতিষ্ঠান প্রধান তাঁদের মতামত প্রদান করেন।

সর্বশেষ খবর