Homeশীর্ষ সংবাদশিগগিরই ভুটান থেকে আসছে জলবিদ্যুৎ

শিগগিরই ভুটান থেকে আসছে জলবিদ্যুৎ

ভুটান থেকে আসছে জলবিদ্যুৎ। শিগগিরই এ বিষয়ে বাংলাদেশ-ভুটানের মধ্যে সমঝোতা সই হবে বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্টদূত।

মঙ্গলবার (৯ মে) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসল। সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।

এ সময় ভুটান থেকে জলবিদ্যুৎ রফতানি করতে দ্রুতই বাংলাদেশের সঙ্গে সমঝোতা সই হবে বলে জানান তিনি।

পরে, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এছাড়া, রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের অন্যান্য সদস্যদের নিয়ে দেখা করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। রাষ্ট্রপতিকে কমিশনের বিভিন্ন কর্মকাণ্ড বিষয়ে অবহিত করা হয়।

এরআগে, শনিবার (৬ মে) লন্ডনে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং রানী জেটসুন পেমা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ভুটানের রাজা বাংলাদেশে একটি প্রশাসনিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দেশকে জায়গা দিয়েছি। আপনারাও আমাদের দেশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারেন।’

সর্বশেষ খবর