Homeখেলাচ্যাম্পিয়ন্স লিগের আশা নিরাপদে রাখার চ্যালেঞ্জে ম্যানইউর প্রতিপক্ষ উলভস

চ্যাম্পিয়ন্স লিগের আশা নিরাপদে রাখার চ্যালেঞ্জে ম্যানইউর প্রতিপক্ষ উলভস

টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন নিরাপদে রাখতে জয় খুব দরকার রেড ডেভিলদের। সেই লক্ষ্যে শনিবার (১৩ মে) ওল্ড ট্র্যাফোর্ডে উলভারহ্যাম্পটনের মুখোমুখি হবে ক্লাবটি। অন্যদিকে ৭ ম্যাচ পর জয়ের দেখা পাওয়া চেলসি লড়বে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে রাত ৮টায়।

ঘরের মাঠে বাঘ, অ্যাওয়ে খেলতে গেলেই যেন কী হয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের। ইপিএলে চলতি মৌসুমে অ্যাওয়ে রেকর্ড একেবারেই যাচ্ছেতাই এরিক টেন হাগের দলের। সবশেষ ১০ ম্যাচে মাত্র ৩টিতে জিতেছে রেড ডেভিলসরা, হেরেছে ৫টিতে।

ধারাবাহিকতা নেই বলেই শীর্ষ চারে থাকাও এখনো নিশ্চিত নয় রাশফোর্ডদের। ৩৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলা লিভারপুল তাদের চেয়ে পিছিয়ে মাত্র ১ পয়েন্টে। তাই ম্যানচেস্টার জায়ান্টদের পা হড়কালেই সেই সুযোগটা লুফে নিবে ক্লপ বাহিনী। মৌসুমজুড়ে ব্যর্থতার পর শেষ দিকে জ্বলে উঠেছে অলরেডরা। ইপিএলে জিতেছে টানা ৬ ম্যাচ।

জয়ে ফিরতে থিয়েটার অব ড্রিমে রেড ডেভিলদের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন। এ দলটাও বরাবরই ইউনাইটেডের মাথাব্যথার কারণ। মুখোমুখি সবশেষ দেখায় উলভসের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছিল ইউনাউটেড। কিন্তু তার আগের দেখাতেই ঘরের মাঠে হেরেছিল তারা। তাই উলভস টেবিলের ১৩তম স্থানে থাকলেও তাদের সহজভাবে নেয়ার সুযোগ নেই।

ইউনাইটেডের আছে ইনজুরি সমস্যা। চোটের জন্য খেলা নিয়ে সংশয় আছে মার্কাস রাশফোর্ডের। মৌসুমে ২৯ গোল করা এই স্ট্রাইকারের সার্ভিস গুরুত্বপূর্ণ ম্যাচে মিস করবেন টেন হাগ। তবে বাড়ছে রক্ষণের শক্তি। চোট কাটিয়ে ফিরছেন রাফায়েল ভারান।

অন্য ম্যাচে চেলসির প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। ৭ ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে হেসেছে চেলসি। সবশেষ ম্যাচে জয় পেয়েছে ৩-১ ব্যবধানে। সেই জয় থেকে আত্মবিশ্বাস নিয়ে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে নামছে ব্লুজরা।

এ মৌসুমটা ভুলে যেতে চাইবে চেলসি সমর্থকরা। বর্তমানে তারা আছে টেবিলের ১১তম স্থানে। আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবল নিশ্চিতভাবেই মিস হচ্ছে। তবে শেষ চার ম্যাচে জয় পেলে কিছুটা ভালো অবস্থানে থেকে মৌসুমটা শেষ করতে পারবে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। নটিংহ্যাম ফরেস্ট আছে ১৬তম স্থানে।

সর্বশেষ খবর