Homeআন্তর্জাতিকবিজেপিকে পেছনে ফেলে এগিয়ে কংগ্রেস

বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে কংগ্রেস

ভারতের কর্ণাটক রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটগণনা চলছে। শনিবার (১৩ মে) সকাল থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হচ্ছে। সরকারিভাবে এখনও চূড়ান্ত ফল ঘোষণা করা না হলেও সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে রাজ্যটিতে বিজেপিকে পেছনে ফেলে একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে কংগ্রেস। খবর এনডিটিভির।

কর্ণাটক বিধানসভায় মোট আসন ২২৪টি। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩ আসনে জয়।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, কংগ্রেস জোট ১১৬টি আসনে জয়ের পথে। অন্যদিকে বিজেপির জয় পেতে যাচ্ছে ৭৮টি আসনে। ধর্মনিরপেক্ষ জনতা দল (জেডিএস) ২৫টি আসনে এগিয়ে আছে।

গত বুধবার (১০ মে) কর্ণাটকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাবে ভোট পড়ে ৬৫ দশমিক ৭ শতাংশ।

ভোট শেষে প্রকাশিত বুথফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কংগ্রেস একক বৃহত্তম দল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে কংগ্রেসকে সরকার গঠনের জন্য জনতা দল (এস)-এর সাহায্য নিতে হবে।

তবে অন্য দুটি সংস্থার জরিপে বলা হয়েছিল, বিজেপিই আবার সরকার গঠন করতে যাচ্ছে।

সর্বশেষ খবর