Homeজাতীয়ত্রিমাত্রিক বাহিনী হবে কোস্টগার্ড: প্রধানমন্ত্রী

ত্রিমাত্রিক বাহিনী হবে কোস্টগার্ড: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোস্টগার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে৷ রোববার (১০ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কথা বলেন তিনি৷

প্রধানমন্ত্রী বলেন, নতুন দুটি জাহাজ ও হেলিকপ্টার যুক্ত হচ্ছে কোস্টগার্ডে। আধুনিক মেরিটাইম সার্ভিল্যান্স সিস্টেমও যুক্ত করা হবে। অচিরেই ত্রিমাত্রিক বাহিনী হতে চলেছে বাংলাদেশ কোস্টগার্ড।

তিনি বলেন, প্রাচ্য-পাশ্চাত্যের সেতুবন্ধ হিসেবেই গড়ে উঠবে বাংলাদেশ৷ এ ক্ষেত্রে কোস্টগার্ডকে নিরাপত্তায় সজাগ থাকতে হবে৷

সরকারপ্রধান বলেন, সমুদ্র সম্পদ দেশীয় অর্থনীতিতে কাজে লাগাতে গবেষণা করতে হবে৷ সমুদ্রসীমা আইন জাতির পিতাই প্রথম করেছিলেন। ’৭৫-এর হত্যাকাণ্ডের পর দায়িত্বে আসা কোনো সরকারই কোনো ধরনের উদ্যোগ নেয়নি। সমুদ্রে বাংলাদেশ নিজস্ব সীমানার মালিক হয়েছে। মিয়ানমার ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এটি সম্ভব করেছে আওয়ামী লীগ সরকার।

সকাল ১০টায় কোস্টগার্ডের সদর দফতরে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সশস্ত্র সালাম জানান কোস্টগার্ড সদস্যরা৷ এরপর বিভিন্ন কাজে বিশেষ অবদানের জন্য এ বছর ৪০ জন কৃতী সদস্যকে পদক পরিয়ে দেন সরকারপ্রধান৷

অনুষ্ঠানে সংযুক্ত কোস্টগার্ডের বিভিন্ন যুদ্ধজাহাজের কর্মকর্তাদের সঙ্গে স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবস্থায় কথা বলেন শেখ হাসিনা৷ অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ডে সদ্য সংযেজিত ভি-স্যাটনেট যোগাযোগ ব্যবস্থা উদ্বোধন করেন সরকারপ্রধান৷

সর্বশেষ খবর