Homeসর্বশেষ সংবাদলক্ষ্মীপুরে উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ

লক্ষ্মীপুরে উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি।।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ শহর সমাজ অধিদপ্তরের আয়োজনে ২ দিন ব্যাপি প্রশিক্ষণ ২১ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে শেষ হয়।

সমাপনী দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার,লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্র,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার প্রমুখ।

এর আগে (বুধবার) সকালে প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী। এসময় সহকারী পরিচালক আবদুর রহমান, শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর উপস্থিত ছিলেন। ২ দিনের এই প্রশিক্ষণে ৫৬ জন উপকারভোগী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর