Homeসর্বশেষ সংবাদপঞ্চগড়ে পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের উদ্ধোধন

পঞ্চগড়ে পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের উদ্ধোধন

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধি।।

পঞ্চগড়ে পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর মালিগছ এলাকায় এ কেন্দ্রের উদ্ধোধন করা হয়।

কৃষক মাঠ স্কুলের উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো.জীবন ইসলাম।

কৃষি মন্ত্রণালয়ের সম্প্রতি শুরু হওয়া প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)প্রোগ্রামের আওতায় এই কৃষক মাঠ স্কুলে ২৫ জন কৃষক কৃষানিকে নিয়ে পরিচালিত হচ্ছে। উত্তম কৃষি চর্চার মাধ্যমে আধুনিক ধান উৎপাদন কলাকৌশলের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএপিপিও মোতালেব হোসেন এবং স্থানীয় কৃষকরা।

সর্বশেষ খবর