Homeআন্তর্জাতিকগরুর দুধে বার্ড ফ্লু ভাইরাস, মানুষের জন্য কি ঝুঁকিপূর্ণ?

গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাস, মানুষের জন্য কি ঝুঁকিপূর্ণ?

করোনা মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। বিগত কয়েক মাস ধরেই ভয়ঙ্কর রূপ নিয়েছে ভাইরাসটি। এবার গরুর দুধেও পাওয়া গেছে ভাইরাসটির অস্তিত্ব।

মঙ্গলবার (২৩ এপ্রিল) মার্কিন প্রশাসন জানিয়েছে, পাস্তুরাইজ বা প্রক্রিয়াজাত গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (এইচপিএআই) এরইমধ্যে আমেরিকাজুড়ে দুগ্ধজাত গবাদি পশুর মধ্যে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া এতে একজন মানুষও আক্রান্ত হয়েছে।

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, তারা একটি জাতীয় সমীক্ষা চলাকালীন আক্রান্ত প্রাণীর প্রক্রিয়াজাত দুধে ভাইরাসের কণা আবিষ্কার করেছে। নমুনাগুলো তারা ‘কোয়ালিটেটিভ পলিমারেজ চেইন রিয়্যাকশন’ প্রক্রিয়ার পরীক্ষা-নিরীক্ষা করে।

তবে বিশেষজ্ঞরা জানান, খাবারের মাধ্যমে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা কম। তাই এ ভাইরাসে মানুষের জন্য কোনো ঝুঁকি নেই।

বিশষেজ্ঞরা আরও জানান, পাস্তুরিত বা প্রক্রিয়াজাত দুধ পান করলে ভাইরাসের অস্তিত্ব পাওয়ার ঝুঁকি প্রায় শূন্যে নেমে আসে।

বার্ড ফ্লু বা এইচ৫এন১ ভাইরাস প্রথম ১৯৯৬ সালে পাওয়া যায়। চলতি বছরের মার্চ মাসে গরু ও ছাগলের দেহেও এই ভাইরাসের অস্তিত্ব মেলে।

সর্বশেষ খবর