Homeজেলাগুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, জনজীবন বিপর্যস্ত

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, জনজীবন বিপর্যস্ত

কনকনে বাতাস ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোটার মতো কুয়াশা ঝরছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) ভোরে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে জেলার বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহান চলাচল করতে দেখা গেছে।

জানা গেছে, গত কয়েকদিনের টানা শীতে বিপাকে পড়েছে জেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছেন তারা। গরম কাপড়ের অভাবে অনেকেই কাজ করতে পারছেন না। শীতের হাত থেকে রক্ষা পেতে রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে লোকজনকে শীত নিবারণের চেষ্টা করছেন।

ময়মনসিংহ থেকে আসা আবদুল হালিম জানান, পঞ্চগড়ে প্রচণ্ড শীত। গাড়ি থেকে নামতে ভয় লাগছে। শীতে হাত-পা ঠান্ডা হয়ে গেছে।

শহরের শেরেবাংলা পার্কের সামনে পথচারী খালেক বলেন, শীতে কাবু হয়ে গেছি। তাই আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছি।

বাসচালক ইব্রাহীম বলেন, কুয়াশার কারণে রাস্তাঘাটে কিছুই দেখা যায় না। গাড়ি চালাতে খুব সমস্যা হয়।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় সংবাদকে জানান, গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ খবর

Exit mobile version