Homeআন্তর্জাতিকজাপানের সঙ্গে শান্তি চুক্তি সম্ভব নয়: রাশিয়া

জাপানের সঙ্গে শান্তি চুক্তি সম্ভব নয়: রাশিয়া

জাপানের রুশবিরোধী পদক্ষেপের জন্য তাদের সঙ্গে শান্তি চুক্তির আলোচনাকে অসম্ভব করে তুলেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা। মঙ্গলবার (০৩ জানুয়ারি) রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রাশিয়া ও জাপান এখনো আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শত্রুতাপূর্ণ সম্পর্কের অবসান করেনি। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হোক্কাইডো দ্বীপের কাছে রাশিয়ার দখল করা কয়েকটি দ্বীপ নিয়ে এই অচলাবস্থা তৈরি হয়। রাশিয়ায় এই দ্বীপগুলো কুরিলস বলে পরিচিত। আর জাপানে এগুলোকে বলা হয় নর্দার্ন টেরিটোরিজ।

এ বিষয়ে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিশ্চিত যে জাপানের সঙ্গে শান্তি চুক্তি অসম্ভব। যে দেশ প্রকাশ্যে অবন্ধুসুলভ অবস্থান নিয়ে নিজেদের আমাদের দেশের জন্য হুমকি হিসেবে হাজির হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পর রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করে জাপান। একই সঙ্গে গত কয়েক মাসে তারা রাশিয়া থেকে তেল ও কয়লা আমদানি কমিয়ে দিয়েছে।

সর্বশেষ খবর