Homeরাজনীতিআগামী ১১ ডিসেম্বরের মধ্যেও সরকার পতন হবে না: কৃষিমন্ত্রী

আগামী ১১ ডিসেম্বরের মধ্যেও সরকার পতন হবে না: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগুন সন্ত্রাস ও আন্দোলন করে বিএনপি বর্তমান সরকারের পতন ঘটাতে পারবে না।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘আগুন সন্ত্রাস ও আন্দোলন করে আগামী ১১ তারিখ নয়, আগামী ডিসেম্বরের ১১ তারিখের মধ্যেও সরকারের পতন ঘটাতে পারবে না বিএনপি।’

আমদানি করা ৫৮২ কোটি টাকার ৭২ হাজার মেট্রিক টন সার আত্মসাতের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকার বিব্রত। প্রচলিত আইনে দোষীদের শাস্তি হবে।

মন্ত্রী বলেন, উৎপাদন খাতকে শিল্পায়ন করা এবং এ খাতের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করাই এখন মূল লক্ষ্য। ভারত এক্ষেত্রে সহযোগিতা করবে।

এদিকে দেশে আড়াই বিলিয়ন ডলারের ভোজ্যতেল আমদানি হয় জানিয়ে তিনি বলেন, সরিষা উৎপাদনের মাধ্যমে এই আমদানি ৫০ শতাংশ কমিয়ে আনতে চায় সরকার।

পেঁয়াজের উৎপাদনের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, চলতি বছর পেঁয়াজ উৎপাদন ভালো হয়েছে। ভারতের মহারাষ্ট্র থেকে পেঁয়াজের বীজ আনা হয়েছে। যেটার ফলন ভালো।

সর্বশেষ খবর