Homeআন্তর্জাতিকতুরস্কের ভূমিকম্পে নিখোঁজ খেলোয়াড় বেঁচে আছেন

তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ খেলোয়াড় বেঁচে আছেন

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে নিখোঁজ হওয়া চেলসি ও নিউক্যাসলের সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ান আতসুকে খুঁজে পাওয়া গেছে। তার অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপের মধ্যে আহত অবস্থায় পাওয়া যায় আতসুকে। বিষয়টি পর্তুগিজ ‘এ বোলা’র বরাত দিয়ে নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশের নূরদাগি শহরের পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ছুঁয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। অনেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় খেলোয়াড় ক্রিস্টিয়ান আতসুসহ অনেকের নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হয়। পরে মার্কার খবরে বলা হয়, ধ্বংসস্তূপের মধ্যে আহত অবস্থায় আতসু এবং তার সতীর্থ ওনুর এরগুন, বুরাক ওকসুজ ও কেরিম অ্যালিসিকে পাওয়া গেছে। 

এর মধ্যে কেরিম অ্যালিসি নিজের পায়ে হেঁটে ধ্বংসস্তূপ থেকে বের হয়েছেন। এ দিকে এখন পর্যন্ত নিখোঁজ হাতায়স্পোরের স্পোর্টিং ডিরেক্টর তানের সাবুতকে খুঁজে পাওয়া পায়নি।

সর্বশেষ খবর

Exit mobile version