Homeআন্তর্জাতিকতুরস্কের ভূমিকম্পে নিখোঁজ সেই গোলরক্ষক বেঁচে নেই

তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ সেই গোলরক্ষক বেঁচে নেই

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে নিখোঁজ ফুটবলার আহমেত ইয়ুপ তুরকাস্লান বেঁচে নেই, এমন সংবাদ সোমবারই প্রকাশ করেছিল দেশটির বেশকিছু সংবাদমাধ্যম। তবে তখন তার ক্লাবের পক্ষ থেকে এই সংবাদের বিরোধিতা করা হয়েছিল। অবশেষে ভূমিকম্পে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলের শক্তিশালী ভূমিকম্পে দেশটির দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের দল ইয়েনি মেলাতেস্পোরের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাস্লানের মৃত্যু হয়েছে। ক্লাবটি টুইটারে লিখেছে, ‘আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাস্লান ভূমিকম্পে ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে তার প্রাণ হারিয়েছেন। শান্তিতে ঘুমান। আমরা আপনাকে ভুলব না, হে প্রিয় ব্যক্তিত্ব।’

২৮ বছর বয়সী তুরকাস্লান ইয়েনি মেলাতেস্পোরের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ছিলেন। ২০২১ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর ছয়বার মাঠে নেমেছেন তিনি।

তুরস্কের দ্বিতীয় বিভাগের দল সেকুর রিজেস্পোরে খেলা ক্রিস্টাল প্যালেস ও এভারটনের সাবেক খেলোয়াড় ইয়ানিক বোলাসিয়ে টুইট করেছেন, ‘শান্তিতে থাকুন আমার ভাই। এক মুহূর্তের জন্য আপনি ডাগআউটে কাউকে দেখলেন, পরের মুহূর্তে সে চলে গেল!’

বোলাসিয়ে যোগ করেন, ‘তার পরিবার ও ইয়েনি মেলাতেস্পোরে তার সতীর্থদের আমি সমবেদনা জানাই। আমরা একে অন্যকে শুনব এবং একে অন্যকে সহযোগিতা করে যাব।’

সোমবার সেই ভূমিকম্প আঘাত হানার পর ৫০০০ মানুষ প্রাণ হারিয়েছে। তবে মৃতের সংখ্যা এখনো বেড়েই চলছে।

সর্বশেষ খবর

Exit mobile version