Homeখেলাকুমিল্লায় খেলতে এলেন মঈন, বরিশালে রাজাপাকসা

কুমিল্লায় খেলতে এলেন মঈন, বরিশালে রাজাপাকসা

বিপিএলের শেষ মুহূর্তে দলগুলো তাদের শক্তি বাড়াতে উড়িয়ে আনছে বিদেশি খেলোয়াড়দের। যেমন কুমিল্লা তাদের শক্তি বাড়াতে ও শিরোপা ধরে রাখার মিশনে উড়িয়ে এনেছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলিকে। এদিকে ফরচুন বরিশালে যোগ দিয়েছেন লঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসা।

এবারের বিপিএলে প্রথম থেকেই বিদেশি খেলোয়াড়দের আসা-যাওয়া লেগেই আছে। অনেক ক্রিকেটারই কয়েকটি ম্যাচ খেলেই অন্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে চলে গিয়েছেন। আবার অনেকে প্রথমে অন্য লিগ খেলে বিপিএলে দলের সঙ্গে শেষ মুহূর্তে যোগ দিয়েছে।  

এমনই একজন খেলোয়াড় মঈন আলি। বিপিএলে আসার আগে মঈন সবশেষ খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। শুধু মঈন আলিই নয়, ভানুকা রাজাপাকসাও আইএল টি-টোয়েন্টিতে খেলে এসেছেন। তবে রাজাপাকসা তার দল দুবাই ক্যাপিটালসের হয়ে খুব ভালো করতে পারেননি। তিন ম্যাচ খেলে করেছেন মাত্র ১২ রান।  

এদিকে মঈন আলি কুমিল্লায় যোগ দেয়ার পর তার দল ফেসবুকে লিখেছে, ‘বিপিএল মাতাতে ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলি কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন। মঈন আলিকে কুমিল্লা ভিক্টোরিয়ানস পরিবারে স্বাগতম।’

বিপিএলের নবম আসরের শেষ চার দল নিশ্চিত হয়ে গেছে। রোববার (১২ ফেব্রুয়ারি) প্রথম এলিমিনেটরে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। একই দিন প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানস মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। 

সর্বশেষ খবর

Exit mobile version