Homeআন্তর্জাতিকচীনে বিক্ষোভ থেকে গ্রেফতার অনেকেই ‘নিখোঁজ’

চীনে বিক্ষোভ থেকে গ্রেফতার অনেকেই ‘নিখোঁজ’

চীন সরকারের বিরুদ্ধে নতুন করে আবারও আন্দোলনকারীদের দমনের অভিযোগ উঠেছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে দেশটিতে জিরো কোভিড নীতির বিরুদ্ধে হওয়া বিক্ষোভে অংশ নেয়া অনেকের এখনও নিখোঁজ।

গত নভেম্বরে চীন সরকারের জিরো কোভিড নীতির বিরুদ্ধে দেশটির প্রতিটি শহরে শুরু হয় বিক্ষোভ। যা পরবর্তীতে সহিংস রূপ ধারণ করে। প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পদত্যাগও দাবি করেন অনেকে। তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে সব বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দেয় ক্ষমতাসীনরা। এরপর ভয়াবহ আকার ধারণ করে কোভিড পরিস্থিতি। যদিও বর্তমানে মহামারি স্বাভাবিক পর্যায়ে আছে বলে দাবি চীন সরকারের।

নতুন করে যখন চীন ঘুরে দাঁড়াচ্ছে ঠিক তখনই দেশটির সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠলো। কয়েকজন অধিকার কর্মীর দাবি, ওই আন্দোলনে অংশ নেয়াদের অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এরইমধ্যে তাদের মুক্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও কয়েকটি বিশ্ববিদ্যালয়।

বিবিসি বলছে, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এছাড়াও আছেন শিক্ষক, সংগীত শিল্পী, সাংবাদিক। বেশকয়েকজন নারীর নামও রয়েছে তালিকায়। তাদেরকে নানাভাবে হয়রানি করছে পুলিশ বলেও অভিযোগ উঠেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, নানাভাবে বিক্ষোভকারীদের খুঁজে বের করছে পুলিশ। সিসিটিভি ফুটেজ, গ্রেফতারকৃতদের ফোন চেক করেও বাকিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দেশটির কতৃৃপক্ষ। এর আগেও দেশটির বিরুদ্ধে বিক্ষোভকারীদের কঠোর হাতে দমনের অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর