Homeআন্তর্জাতিকনাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বোলা টিনুবুর বিজয়

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বোলা টিনুবুর বিজয়

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির লাগোস প্রদেশের সাবেক গভর্নর বোলা টিনুবু বিজয়ী হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, নাইজেরিয়ার সজাতীয় নির্বাচন কমিশন (আইএনইসি) বুধবার (১ মার্চ) অল প্রগ্রেসিভ কংগ্রেসের প্রধান বোলা টিনুবুকে বিজয়ী ঘোষণা করেন।

আইএনইসি জানায়, টিনুবু মোট ৮,৭৯৪,৭২৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) আতিকু আবুবাকারকে পরাজিত করেছেন। আতিকু আবুবাকার ৬,৯৮৪,৫২০ ভোট পেয়েছেন।

নাইজেরিয়ার অর্থনৈতিক রাজধানী লাগোসের দুই বারের গভর্নর, বোলা টিনুবুকে রাজ্যের রাজস্ব বাড়ানোর কৃতিত্ব দেওয়া হয়। তার সমর্থকরা বলছেন একই ধরনের কৃতিত্ব তিনি জাতীয় পর্যায়েও দেখাতে সক্ষম হবেন।

২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোটগ্রহণের ত্রুটির কারণে দেশের কয়েকটি এলাকায় ভোট রোববার পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল। আফ্রিকার বৃহত্তম গণতন্ত্রের এই দেশে প্রায় ৯০ মিলিয়ন মানুষ নির্বাচনে ভোট প্রদান করে।

সর্বশেষ খবর

Exit mobile version