Homeখেলাএমবাপ্পে তিন গোল করেও জেতেনি, এটা পাগলাটে ফাইনাল: মেসি

এমবাপ্পে তিন গোল করেও জেতেনি, এটা পাগলাটে ফাইনাল: মেসি

কাতার বিশ্বকাপের নানা অভিজ্ঞতা নিয়ে পিএসজি টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন লিওনেল মেসি। সেখানে প্রসঙ্গ উঠে এসেছে, ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি নিয়েও। স্মৃতি রোমন্থন করতে গিয়ে আর্জেন্টাইন তারকা জানান, এমবাপ্পে তিন গোল করেও ফাইনাল জিততে পারেনি। যেটা তার কাছে পাগলাটে মনে হয়েছে।

দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে গত বছরের ডিসেম্বরে মেসির নেতৃত্বে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। কাতারে ১৮ ডিসেম্বর ২২তম আসরের ফাইনালে ফ্রান্স-আর্জেন্টিনার বাইরেও মুখোমুখি হয়েছিলেন দুই পিএসজি সতীর্থ মেসি-এমবাপ্পে। দুই বিশ্বসেরা তারকা সেদিন ক্ষণে ক্ষণে রোমাঞ্চের সৃষ্টি করেছিলেন ফুটবলপ্রেমীদের মনে। একজন দলকে এগিয়ে নিয়েছেন, তো আরেকজন সমতায় ফিরিয়েছেন। মেসির জোড়া গোলের বিপরীতে এমবাপ্পে তিন গোল করার পরও সে ম্যাচে শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা।

বিশ্বকাপ জয়ের সে স্মৃতি রোমন্থন করে পিএসজি টিভিকে দেয়া সোমবারের (৬ মার্চ) সাক্ষাৎকারে মেসি বলেন, ‘ফাইনালটা যে দম আটকানো ছিল তা নিয়ে সন্দেহ নেই। ম্যাচের মুহূর্তগুলো পাগলাটে ছিল। কিলিয়ান (এমবাপ্পে) তিন গোল করেও ফাইনাল জিততে পারেনি। এটা পাগলাটে ফাইনাল ছাড়া আর কী!’

৩৫ বছর বয়সি মেসি গত বছর প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও, ২৪ বছর বয়সী এমবাপ্পে এ স্বাদ পেয়েছেন ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেই। তাই সতীর্থের হারের জন্য খুব একটা চিন্তিত নন মেসি। ফরাসি তারকার সঙ্গে একই দলে খেলাটাকেও উপভোগ করছেন বলে জানান তিনি।

মেসি বলেন, ‘সে এটা আগেই জিতেছে এবং বিশ্ব চ্যাম্পিয়ন হতে কেমন লাগে, সেটাও জানে। একই দলে তার সঙ্গে খেলাটা দারুণ ব্যাপার। আশা করি, প্যারিসে আমরা দারুণ কিছু করতে পারব।’

বুধবার ( ৮ মার্চ) রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মাঠে নামবে পিএসজি। প্রথম লেগে ১-০ গোলে হেরে পিছিয়ে আছে মেসিরা। পরের রাউন্ডে যেতে হলে দ্বিতীয় লেগে কমপক্ষে তাদের জিততে হবে ২-০ গোলে। আপাতত আর্জেন্টাইন তারকার লক্ষ্যটা তাই ওই ম্যাচকেই ঘিরেই।

তিনি বলেন, ‘এখন বায়ার্নের বিপক্ষে সবটুকু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়াতে হবে। এটাই সবার লক্ষ্য। এমন মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে। আমরা মিউনিখে গিয়ে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলব।’

ফুটবলে নিজের ষোলোকলা পূর্ণ করা মেসি এখন শিরোপা জিততে চান পিএসজির জন্য। তিনি বলেন, ‘আমি প্যারিসের হয়ে শিরোপা জিততে চাই। মৌসুমের শুরুতে যেসব বড় শিরোপা জয়ের লক্ষ্য স্থির করেছি, সেগুলো জিততে চাই।’

সর্বশেষ খবর