Homeসর্বশেষ সংবাদগ্রীন ভয়েস রৌমারী উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব নদী দিবস-২০২৩ পালন

গ্রীন ভয়েস রৌমারী উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব নদী দিবস-২০২৩ পালন

শাহ মোঃ আব্দুল মোমেন, রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি।।

মঙ্গলবার গ্রীন ভয়েস  রৌমারী উপজেলা শাখার উদ্যোগে ফেরিঘাট ফুলুয়ারচরে আন্তর্জাতিক নদী দিবস-২০২৩ উপলক্ষে হলহলি, সোনাভরি,জিঞ্জিরাম, কালো,ধর্নী নদীসহ দেশের সকল নদ নদী সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা ও গ্রীন ভয়েসের উপদেষ্টা ও সংগঠক শাহ মো.আব্দুল মোমেন,গ্রীন ভয়েস রৌমারী উপজেলা শাখার সভাপতি ইয়াসির আরাফাত নাহিদ, সাধারণ সম্পাদক নয়ন,
উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম রিফাত, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রশিদুজ্জামান রাফি ,জীম,সদস্য শাফিন মাশরুর শ্রাবণসহ গ্রীন ভয়েসের সদস্যবৃন্দ।

মানববন্ধনে বক্তারা জীবনের জন্য নদী উল্লেখ বলেন করে রৌমারী তথা কুড়িগ্রামের সকল নদী সহ বাংলাদেশের সকল নদীগুলো দূষণমুক্ত ও দখল মুক্ত করে জরিপের মাধ্যমে নদীর সঠিক সংখ্যা নির্ধারণ,নদী গুলো খনন করে প্রশস্ত করন,নদী হতে বালু উত্তোলন বন্ধ, নদীর সীমানা নির্ধারণ করা সহ নদীতে ময়লা আবর্জনা ফেলে দূষণ সৃষ্টিকারা, বালু উত্তোলন ও অবৈধ দখলদারদের আইনের আওতায় এনে নদীগুলোকে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ,নদীর তীর ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহন এবং নদী ভাঙ্গনের শিকার পরিবার গুলোকে পূর্ণবাসনের দাবি জানিয়ে মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সর্বশেষ খবর