Homeরাজনীতিমার্কিন সরকারের কাছে সাহায্য চাওয়া হয়েছে: জয়নুল আবদীন ফারুক

মার্কিন সরকারের কাছে সাহায্য চাওয়া হয়েছে: জয়নুল আবদীন ফারুক

নির্বাচনের বিষয়ে মার্কিন প্রতিনিধিদলের মাধ্যমে আবারও দেশটির সরকারের কাছে সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়ে সময় সংবাদকে এ কথা বলেন তিনি।

জয়নুল আবদীন বলেন, ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারির নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের সব ঘটনার তথ্য-প্রমাণ মার্কিন প্রতিনিধিদলকে সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের বিষয়ে প্রতিনিধিদলের মাধ্যমে আবারও মার্কিন সরকারের কাছে সাহায্য চাওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, দেশের চলমান সংকটের সার্বিক বিষয় মহাসচিব প্রতিনিধিদলের কাছে তুলে ধরেছেন।

সর্বশেষ খবর