Homeসর্বশেষ সংবাদলক্ষ্মীপুরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

লক্ষ্মীপুরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি।।

অনগ্রর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় ৪০ দিন ব্যাপি হাউজ ওয়্যারিং, ফ্যান মেরামত, ওয়াটার পাম্প, ফ্রিজ ও এসি মেরামত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠান জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ১৩ মার্চ (বুধবার) সকালে শহর সমাজ সেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

জেলা সমাজ সেবার উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজিয়া পারভীন,সহকারী পরিচালক আবদুর রহমান, টিটু চন্দ্র ধর, হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা বশির আহমদ পাটোয়ারী, প্রশিক্ষক মো: রিপন, আশরাফুল ইসলাম প্রমুখ। ৪০ দিন ব্যাপি এই কর্মশালায় ৩০ জন অনগ্রসর জনগোষ্ঠী ব্যাক্তি উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর