Homeআন্তর্জাতিকগাজায় প্রচণ্ড গরমে শিশুর মৃত্যু, মানবিক সংকট আরও বাড়ার শঙ্কা জাতিসংঘের

গাজায় প্রচণ্ড গরমে শিশুর মৃত্যু, মানবিক সংকট আরও বাড়ার শঙ্কা জাতিসংঘের

গাজায় ভয়াবহ তাপপ্রবাহের কারণে সেখানকার মানবিক সংকট আরো হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এরই মধ্যে রাফায় প্রচণ্ড গরমে একটি কন্যাশিশু মারা গেছে। শনিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানায়, তাপপ্রবাহ আরও বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষের ‘স্যানিটেশন সমস্যা’ চরম আকার ধারণ করবে।

এদিকে গাজার নুসেইরাত শরণার্থী শিবির, খান ইউনিস ও রাফায় রাতভর হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে আটজনই শিশু। এ নিয়ে গাজা যুদ্ধ শুরুর সময় থেকে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৫শ।

অন্যদিকে, পশ্চিমতীর থেকে অন্তত ২০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

বার্তা সংস্থা দ্য ওয়াফা জানায়, শুক্রবার (২৬ এপ্রিল) রাতভর রামাল্লা, হেবরন, নাবলুস, তুলকারেম, জেনিন ও জেরুজালেমে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৪ হাজার ৩শ ৫৬ ফিলিস্তিনি নিহত এবং ৭৭ হাজার ৩শ ৬৮ জন আহত হয়েছেন।

সর্বশেষ খবর

Exit mobile version