Homeসর্বশেষ সংবাদহাকিমপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

হাকিমপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

নুরুজ্জামান হোসেন, হিলি প্রতিনিধি।।

“সেবা উন্নতি দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হাকিমপুরে  জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ ১৭ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো:হারুন-উর – রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  অমিত রায়ের  নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ  রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সামনে   ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের  সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন -উর – রশিদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শাহীনুর  রেজা শাহীন, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতান মাহমুদ হাসান,উপজেলা কৃষি অফিসার  আরজেনা  হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) , আবু ছায়েম মিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মনোয়ার হোসেন,বোয়ালদাড় ইউনিয়ন চেয়ারম্যান  মো: ছদরুল ইসলাম, খট্রা মাধবপাড়া  ইউনিয়ন চেয়ারম্যান  মো: কাওছার  রহমান  আলী হাট ইউনিয়ন চেয়ারম্যান মো আবু সুফিয়ান ও উদ্যোক্তাবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক  মোঃ তৌহিদুল ইসলাম।

মেলায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা এলজিইডি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,উপজেলা কৃষি অফিস, হাকিমপুর পৌরসভা, নারী উদ্যোক্তা ফোরাম হাকিমপুর দিনাজপুর,  স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

সর্বশেষ খবর