Homeসর্বশেষ সংবাদধামইরহাটে দুর্ধষ হয়ে উঠেছে কিশোর অপরাধী, পিছিয়ে নেই স্কুল ছাত্ররাও: নেপথ্যে মাদক

ধামইরহাটে দুর্ধষ হয়ে উঠেছে কিশোর অপরাধী, পিছিয়ে নেই স্কুল ছাত্ররাও: নেপথ্যে মাদক

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে আশঙ্কাজনক হারে দিন দিন বেড়েঁ চলেছে কিশোর অপরাধীর সংখ্যার হার। ক্রমেই তারা দুর্ধর্ষ হয়ে উঠছে। তারা চুরি, ছিনতাই ও ছাঁদাবাজির মত অপরাধ করছে অবলীলায়। এসব অপরাধের সাথে মাদকের যোগ সুত্র রয়েছে বলে মনে করছেন অভিজ্ঞ মহল।

মাদক সেবন, বহন এবং সংশ্লিষ্টদের সংস্পর্শে থাকার কারণেই কিশোররা এভাবে দুর্ধর্ষ অপরাধী হয়ে উঠেছে বলে মনে করছেন সমাজপতিরা। এ তালিকায় এ বার নতুন করে যোগ হয়েছে স্কুল/কলেজের ছাত্রের নাম। তারা মাদকদ্রব্য সেবন ও বহন উভয়ে জড়িত।

ফলে অভিভাবকদের মধ্যে চরম হতাশা লক্ষ্য করা যাচ্ছে। উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রাম গুলোতে মাদকের দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে। এ সব গ্রামে হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য আর এ মাদকদ্রব্য পাচ্ছে সব বয়সীর কিশোর ও স্কুল/কলেজের শিক্ষার্থী।

সর্বশেষ খবর