Homeআন্তর্জাতিকভিসা নিষেধাজ্ঞার প্রশ্ন এড়িয়ে গেলেন বেদান্ত প্যাটেল

ভিসা নিষেধাজ্ঞার প্রশ্ন এড়িয়ে গেলেন বেদান্ত প্যাটেল

বাংলাদেশের নির্বাচনের পর ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে সুনির্দিষ্ট কোন সময়ের উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র। এমনকি কবে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হতে পারে – বেগম জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারীর এমন প্রশ্নও এড়িয়ে গেলেন পররাষ্ট্র দফতরের প্রেস সচিব বেদান্ত প্যাটেল।

গেলো ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জনগণের ভোটে নিরঙ্কুশ বিজয়ের পর শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচন পর্যবেক্ষণে আসা পর্যবেক্ষকরা বলেন, স্বচ্ছ হয়েছে ভোট। শুরুতে নির্বাচন নিয়ে উদ্বেগ জানালেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করবে বলে জানায় যুক্তরাষ্ট্র।

সোমবার (৫ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নির্বাচন পরবর্তী ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে প্রশ্ন করেন যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়। তবে প্রশ্নটি এড়িয়ে যান বেদান্ত প্যাটেল।

মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস সচিব বলেন, ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে নতুন কোনো তথ্য নেই তার কাছে।

এদিন ড. ইউনূসের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন করা হয় বেদান্ত প্যাটেলকে। জানতে চাওয়া হয়, এ নোবেল বিজয়ীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী? এ সময় বরাবরের মতোই মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস সচিব বলেন, ড. ইউনূসের আইনি প্রক্রিয়া স্বচ্ছ রাখার বিষয়ে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করবে যুক্তরাষ্ট্র।

সর্বশেষ খবর