Homeরাজনীতিযৌন হয়রানি প্রতিরোধে কাজ করবে আওয়ামী লীগের উপকমিটি

যৌন হয়রানি প্রতিরোধে কাজ করবে আওয়ামী লীগের উপকমিটি

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটি।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগের এই উপকমিটি দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে অনলাইন ও অফলাইনে বহুমুখী কর্মসূচি পালন করবে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এতিম ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করবে।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির কো-চেয়ারম্যান এবং শিক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব বেগম শামসুন নাহার।

এসময় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় বেগম শামসুন নাহারকে শুভেচ্ছা জানিয়ে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন কমিটির সদস্যরা।

সর্বশেষ খবর