Homeবাণিজ্যআমদানি বাড়ায় পাইকারি বাজারে কমেছে চালের দাম

আমদানি বাড়ায় পাইকারি বাজারে কমেছে চালের দাম

শুল্ক সুবিধায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বাড়তে থাকায় দেশের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। কয়েকদিনের ব্যবধানে যশোর অঞ্চলে দাম কমেছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। দেশের বাজার নিয়ন্ত্রণে ৫ শতাংশের শুল্ক ছাড়ের মেয়াদ আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

দেশের চালের বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। আর আমদানিকে উৎসাহ দিতে সম্পূরক শুল্ক ৬২ থেকে কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ। এই শুল্ক ছাড়ের মেয়াদ চলতি মাসেই শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়ানো হয়েছে আগামী বছরের মার্চ পর্যন্ত।এ অবস্থায় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে চালের আমদানি। যার প্রভাবে যশোর অঞ্চলের বাজারে সপ্তাহ ব্যবধানে পাইকারি পর্যায়ে প্রতি কেজিতে দাম কমেছে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত।

চালের বর্তমান গত সপ্তাহের কেজি প্রতি মূল্য তালিকা:

  • আতপ:         ৪২ টাকা – ৪৭ টাকা
  • সেদ্ধ:            ৪৫ টাকা – ৫০ থেকে ৫১ টাকা
  • মিনিকেট:    ৫৮ টাকা – ৬২ টাকা
  • স্বর্ণা:             ৪৫ টাকা – ৪৯ টাকা
  • কাজললতা: ৫৫ টাকা – ৬০ টাকা

চাল ব্যবসায়ী জাহিদুল ইসলাম জানান, গত সপ্তাহের চেয়ে কেজিতে ৪-৫ টাকা কমে কিনেছি, কমে বিক্রি করছি।

আমদানি করা এসব চাল মান সম্মত হলেই বন্দর থেকে ছাড়পত্র দেয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বলেন, ‘আমাদানি চালের গুণগতমান পরীক্ষা করে সব ঠিক থাকলে ছাড়পত্র দেয়া হচ্ছে।’

গত ১৩ জুলাই থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯৯ হাজার ৭০০ টন সিদ্ধ ও সাড়ে ৭ হাজার টন আতপ চাল আমদানি করা হয়েছে।

সূত্র: সময় টিভি

সর্বশেষ খবর