Wednesday, March 29, 2023

উত্তর কসোভোর ব্যারিকেড তুলে নিতে সম্মত সার্ব বিক্ষোভকারীরা

Date:

এ সম্পর্কিত পোস্ট

ভেদরগঞ্জে প্রধান শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম

মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের ভেদরগঞ্জে সাজনপুর ইসলামিয়া উচ্চ...

ঘুরে দাঁড়াচ্ছে টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি

শক্তিশালী টর্নেডোর ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের...

শুনানিতে অংশ নিলেন প্রিন্স হ্যারি

লন্ডনের আদালতে শুনানিতে অংশ নিলেন প্রিন্স হ্যারি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম...

ডিভোর্স নিয়ে মুখ খুললেন শিখর ধাওয়ান, দিলেন পরামর্শও

নিজের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন ভারতের ব্যাটসম্যান শিখর...

ভারতের পার্লামেন্টের বাইরে কংগ্রেসের ব্যাপক বিক্ষোভ

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাজা ও তার লোকসভার সদস্যপদ...

উত্তর কসোভোর মিত্রোভিকা শহরে ১৯ দিন ধরে সড়ক অবরোধ করে রাখে সার্ব বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের চাপে পড়ে ব্যারিকেড সরিয়ে নিতে সম্মত হয়েছে তারা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সার্ব বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে নিলে বেলগ্রেড ও প্রিস্টিনার মধ্যে উত্তেজনা প্রশমিত হতে পারে।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ জানান, সার্বিয়ান শহর রাস্কায় উত্তর কসোভো থেকে সার্বদের সঙ্গে দেখা করেছেন তিনি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই ব্যারিকেড সরিয়ে নেবে তারা। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, এতে সময় প্রয়োজন।

তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধানের জন্য বেলগ্রেড এবং প্রিস্টিনার মধ্যে আলোচনার মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তারা নিশ্চয়তা দিয়েছে যে, সড়ক অবরোধ স্থাপনকারী সার্বদের বিচারের আওতায় আনা হবে না।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর থেকে কসোভোর উত্তরাঞ্চলে সার্বরা মাত্রোভিকা শহরে প্রবেশ ও বের হওয়ার পথে একাধিকবার ব্যারিকেড বসায়। এ সময় সাবেক এক সার্ব পুলিশ সদস্যকে গ্রেফতারের পর পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনাও ঘটে।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের কারণে এমনিতেই নানামুখী সংকটে ইউরোপ। এর মধ্যেই সার্বিয়া-কসোভো সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। আরও একটি যুদ্ধের শঙ্কায় বলকান অঞ্চল। গেল ২৬ ডিসেম্বর জাতির উদ্দেশে দেয়া এক ভিডিওবার্তায় কসোভো সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ।

আলবেনীয় সংখ্যাগরিষ্ঠ কসোভোর উত্তরাঞ্চলে প্রায় ৫০ হাজার সার্ব বসবাস করেন। ২০০৮ সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে কসোভোকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্বের বেশির ভাগ দেশ কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও সার্বিয়া এখনও তা মেনে নেয়নি। চীন ও রাশিয়া কসোভোকে সার্বিয়ার একটি প্রদেশ হিসেবে বিবেচনা করে থাকে। দীর্ঘদিনের সংঘাত বন্ধে কসোভোয় বর্তমানে ন্যাটোর শান্তিরক্ষী মোতায়েন রয়েছে।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here