Wednesday, March 29, 2023

এমন একটা বছর আমি কখনোই ভুলব না: মেসি

Date:

এ সম্পর্কিত পোস্ট

ভেদরগঞ্জে প্রধান শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম

মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের ভেদরগঞ্জে সাজনপুর ইসলামিয়া উচ্চ...

ঘুরে দাঁড়াচ্ছে টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি

শক্তিশালী টর্নেডোর ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের...

শুনানিতে অংশ নিলেন প্রিন্স হ্যারি

লন্ডনের আদালতে শুনানিতে অংশ নিলেন প্রিন্স হ্যারি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম...

ডিভোর্স নিয়ে মুখ খুললেন শিখর ধাওয়ান, দিলেন পরামর্শও

নিজের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন ভারতের ব্যাটসম্যান শিখর...

ভারতের পার্লামেন্টের বাইরে কংগ্রেসের ব্যাপক বিক্ষোভ

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাজা ও তার লোকসভার সদস্যপদ...

ক্যারিয়ারে জিতেছেন প্রায় সব শিরোপাই। তবে বাকি ছিল বিশ্বকাপ ট্রফিটা। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে সেই ট্রফিও জয় করেছেন আর্জেন্টাইন তারকা। আর এমন একটা স্বপ্নের মতো বছর কাটানোর পর, ২০২২ সালটা আর্জেন্টাইন মহানায়কের জীবনে হয়ে গেছে অবিস্মরণীয়।

২০২২ সালের শেষ দিনে নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পুরো পরিবার নিয়ে বেশকিছু ছবি পোস্ট করেছেন এলএম টেন। সেই ছবির ক্যাপশনে মেসি লিখেছেন, ‘এমন একটা বছর শেষ হলো, যা আমি কখনো ভুলব না। যে স্বপ্নের পেছনে ছুটেছি, সেটা অবশেষে সত্যি হয়েছে।’

এরপর পরিবার ও বন্ধুদের প্রসঙ্গে মেসি লেখেন, ‘তবে এর কোনো অর্থই থাকত না যদি এই আনন্দটা ভাগ করে নেওয়ার মতো আমার দারুণ একটা পরিবার না থাকত। যদি সে বন্ধুরা না থাকত যারা আমাকে সবসময় সমর্থন করে গেছে; আমি যখনই পড়ে গেছি, তখন যারা আমাকে মাটিতে পড়ে থাকতে দেয়নি।’

শুধু পরিবার ও বন্ধুদেরই প্রশংসা করেননি মেসি। পুরো বিশ্বে তার সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন। মেসি এর পরের ভাগে লিখেছেন, ‘এই বিশেষ স্মৃতিটা আমি তাদের সঙ্গেও ভাগ করে নিতে চাই, যারা আমাকে অনুসরণ করে, আমাকে সমর্থন করে। এই ভ্রমণটা আমি আপনাদের সবার সঙ্গে ভাগ করতে পেরেছি, বিষয়টা অসাধারণ। আর্জেন্টিনা, প্যারিস, বার্সেলোনা আর বিশ্বজুড়ে অগণিত শহর আর দেশ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, এটা ছাড়া এখানে আসা সম্ভব হতো না আমার পক্ষে।’

২০২২ সালটা আসলেই দারুণ কাটিয়েছেন মেসি। ক্লাবের হয়ে জিতেছেন লিগ শিরোপা। আর বিশ্বকাপে তো বিশ্ব দেখেছে মেসি শো। চলতি মৌসুমেও দারুণ খেলছেন সময়ের সেরা খেলোয়াড়দের একজন। গোল করে যাচ্ছেন, করিয়ে যাচ্ছেন। যদিও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে তার দলকে।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here