Tuesday, March 21, 2023

জামা খুলে সাঁতার কাটতে পারবেন নারীরা!

Date:

এ সম্পর্কিত পোস্ট

আটোয়ারীতে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির মামলা

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়।।   পঞ্চগড়ে মাও.আব্দুল মতিন সরকার (৫৭) নামে এক অধ্যক্ষের...

রিয়ালের মুখের হাসি কেড়ে নিল বার্সেলোনা

উত্তেজনায় ভরপুর এল ক্লাসিকোয় এবার জয় পেল বার্সেলোনা। শেষ...

রিয়ালের শিরোপার সম্ভাবনা শেষ, স্বীকার করলেন কর্তোয়া

লা লিগায় এবারের শিরোপার নিষ্পত্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল...

হ্যাটট্রিক জয়ে রিয়ালের বিপক্ষে বার্সার ‘সেঞ্চুরি’

এল ক্লাসিকো নিয়ে উন্মাদনাটা হয়তো আগের পর্যায়ে নেই। লিওনেল...

রেলস্টেশনের টিভিতে হঠাৎ পর্নো ভিডিও চালু

ভিড়ে ঠাসা রেলওয়ে স্টেশনের টিভি স্ক্রিনে আচমকা চলতে শুরু...

জনসাধারণের জন্য উন্মুক্ত সুইমিংপুলগুলোতে জামা খুলে সাঁতার কাটতে পারবেন নারীরা। বৃহস্পতিবার (৯ মার্চ) এমনটাই ঘোষণা দিয়েছে জার্মানির রাজধানী বার্লিনের কর্তৃপক্ষ। নতুন ঘোষণা অনুসারে এখন থেকে শরীরের উপরের অংশে কোনো ধরনের কাপড় না রেখেই সাঁতারে নামতে পারবেন নারীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যানুসারে, সম্প্রতি এক নারী একটি সুইমিংপুলে গিয়ে শরীরের উপরের অংশ উন্মুক্ত করে রোদ পোহাচ্ছিলেন। পরে শরীরের উপরের অংশ উন্মুক্ত করার কারণে তাকে সেখান থেকে বের করে দেয়া হয়। 

রাগে-ক্ষোভে ওই নারী জার্মান সিনেটের ন্যায়পালের শরণাপন্ন হন। দাবি করেন, পুরুষদের মতো নারীদেরও শরীর উপরের অংশ উন্মুক্ত করে সুইমিংপুলে সাঁতার কাটতে দেয়া হোক।  

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বার্লিন কর্তৃপক্ষ সম্মত হয়েছে যে, ওই নারী বৈষম্যের শিকার হয়েছেন এবং এখন থেকে বার্লিনের সব সুইমিংপুলে নারীরা শরীরের উপরের অংশের কাপড় খুলে ফেলতে পারবেন। ন্যায়পালের অফিসের আদেশ অনুসারে বার্লিনের সুইমিংপুল পরিচালনাকরী প্রতিষ্ঠান বেডারবেট্রিবি তাদের পোশাক নীতিমালায় পরিবর্তন এনেছে।  

জার্মানির ন্যায়পাল অফিসের প্রধান ডোরিস লিয়েশার বলেছেন, ‘ন্যায়পালের কার্যালয় বেডারবেট্রিবি-এর সিদ্ধান্তকে স্বাগত জানায়। কারণ এটি সমস্ত বার্লিনবাসীর জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করে।’ তিনি আরও বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এ আইনের ধারাবাহিক বাস্তবায়ন। যাতে করে এমন ঘটনা আর না ঘটতে পারে।’  

তবে বার্লিন কর্তৃপক্ষ এ নতুন আইনের কথা বললেও কবে নাগাদ এ আইন বাস্তবায়িত হবে বা কবে নাগাদ কার্যকর হবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে জার্মানির বিভিন্ন মানবাধিকার সংস্থা বিষয়টিকে স্বাগত জানিয়েছে। 

উল্লেখ্য, জার্মানি নারী-পুরুষ নির্বিশেষে সবার বেলায় নগ্নতার ক্ষেত্রে সহনীয় মনোভাব পোষণ করার জন্য বিখ্যাত।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here