Saturday, March 25, 2023

দামেস্কে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫

Date:

এ সম্পর্কিত পোস্ট

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্ব...

মধ্যপ্রাচ্যের সঙ্গে রোজা শুরু করল পাকিস্তানও

সাধারণত ভারতীয় উপমহাদেশে একসঙ্গেই রোজা এবং ঈদ পালিত হয়।...

যুক্তরাষ্ট্রের স্কুলে ফের বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি স্কুলে শিক্ষার্থীর গুলিতে দুই প্রশাসনিক...

দর্শকের ফোনে দেখে গোল বাতিল করা সেই রেফারির শাস্তি

মিশরের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মোবাইল ফোনে রিপ্লে দেখে...

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাতার জয়ের পর প্রথমবারের মতো মাঠে...

ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। স্থানীয় সময় শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ক্ষেপণাস্ত্রটি দামেস্কের একটি ভবনে আঘাত হানে। এতে সিরিয়ার নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সরঞ্জাম ছিল, যার অধিকাংশই ধ্বংস হয়ে গেছে।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্রটি দামেস্কের ইরানিয়ান সাংস্কৃতিক কেন্দ্রের পাশের ভবনে আঘাত হানলে ওই ১৫ জন নিহত হন। 

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল তার প্রতিবেশী দেশটিতে শতাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু ছিল সিরিয়ার সেনাবাহিনী, ইরানি বাহিনী এবং সিরিয়ার সরকারের মিত্র লেবাননের গেরিলা সংগঠন হিজবুল্লাহর অবস্থান। খুব কম সময়ই ইসরাইল দামেস্কের আবাসিক এলাকায় আঘাত হেনেছে।

রোববার রাতে যে ভবনটিতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে সেখানে সিরিয়ার সরকারের এক উচ্চপদস্থ বাস করতেন। কাফ্‌র সৌসা নামে ওই এলাকার ভবনটিতে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা বাস করতেন। 

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘রাত ১২ টা ২২ মিনিটের দিকে ইসরাইলি শত্রুরা অধিকৃত গোলান মালভূমির দিক থেকে দামেস্কের আবাসিক এলাকাসহ এর আশেপাশের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে আকাশ পথে হামলা চালায়।’

প্রাথমিকভাবে ইসরাইলি হামলায় ৫ নিহত হয় ও ১৫ জন আহত হয়। নিহতদের মধ্যে একজন সিরীয় সৈন্যও ছিল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫ জনে। 

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানার প্রকাশিত এক ফুটেজ থেকে দেখা গেছে, হামলায় একটি ১০ তলা ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর নিচতলার কাঠামো ভেঙে পড়েছে।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here