Saturday, March 25, 2023

‘ফিফা দ্য বেস্টে’র মঞ্চে আলো কেড়েছেন যেসব নারী

Date:

এ সম্পর্কিত পোস্ট

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্ব...

মধ্যপ্রাচ্যের সঙ্গে রোজা শুরু করল পাকিস্তানও

সাধারণত ভারতীয় উপমহাদেশে একসঙ্গেই রোজা এবং ঈদ পালিত হয়।...

যুক্তরাষ্ট্রের স্কুলে ফের বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি স্কুলে শিক্ষার্থীর গুলিতে দুই প্রশাসনিক...

দর্শকের ফোনে দেখে গোল বাতিল করা সেই রেফারির শাস্তি

মিশরের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মোবাইল ফোনে রিপ্লে দেখে...

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাতার জয়ের পর প্রথমবারের মতো মাঠে...

প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানের মঞ্চে আর্জেন্টিনার আধিপত্যের দিনে আলো কেড়েছেন অ্যালেক্সিয়া পুতেয়াস, সারিনা ভিগমান ও ম্যারি আর্পসও।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জমকালো এ আয়োজনে নারী বিভাগে ২০২২ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ওঠে স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়াসের হাতে। এ ছাড়া বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যারি আর্পস। আর  কোচের পুরস্কার জেতেন সারিনা ভিগমান।

নারী ফুটবলে ২৯ বছর বয়সী পুতেয়াস এক উজ্জ্বল তারার নাম। টানা দুবার ব্যালন ডি’অর জেতার পর এ স্প্যানিশ টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও নিজের দখলে নিয়েছেন। গত বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচে ১১ গোল করে নজর কাড়েন তিনি। আসরের ফাইনালে দলের হয়ে একটি গোল করলেও ব্যর্থ হন ট্রফি জেতাতে। তবে ব্যর্থ হননি দলকে লিগ ট্রফি জেতাতে। জিতেছেন কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপের শিরোপা। তবে ইনজুরির কারণে গত বছর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি উইমেন’স ইউরোতে।

ইংল্যান্ডে আয়োজিত ওই আসরের ফাইনালে জার্মানিকে হারিয়ে শিরোপা জেতে ইংল্যান্ড। ১৯৬৬ সালে পুরুষদের বিশ্বকাপ জয়ের পর, যা গত ৫৬ বছরে দেশটির জেতা সবচেয়ে বড় শিরোপা। আসরে গোলবারের সামনে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন ২৯ বছর বয়সী ম্যারি আর্পস।

২০২২ সালের উইমেন’স ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের জয়ের নেপথ্যে ছিলেন ৫৩ বছর বয়সী ডাচ কোচ সারিনা ভিগমান। আর তাতে তিনি জায়গা করে নেন বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায়। যেখানে তিনি ব্রাজিলের কোচ পিয়া সুনধাগে ও লিওর সোনিয়া বোমপাস্টোরকে পেছনে ফেলে সেরার পুরস্কার জেতেন।

এদিকে নারী বিভাগে ফিফার বর্ষসেরা একাদশে পুতেয়াস ছাড়াও জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ান এন্ডলার, লুসি ব্রোঞ্জ, ম্যাপি লিও, ওয়েন্ডি রেনার্ড, লিয়াহ উইলিয়ামসন, লেনা ওবারডর্ফ, কেইরা ওয়ালশ, স্যাম কের, বেথ মেড ও অ্যালেক্স মর্গান।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here