Wednesday, March 22, 2023

বাড়ি থেকে বের করে দিলেও চার্লসের রাজ্যাভিষেকে আমন্ত্রিত হ্যারি

Date:

এ সম্পর্কিত পোস্ট

এমবাপ্পেকে অধিনায়ক করায় গ্রিজম্যানের অবসরের হুঁশিয়ারি

কিলিয়ান এমবাপ্পেকে ফ্রান্সের অধিনায়ক করায় চাপা ক্ষোভ প্রকাশ করেছেন...

রকেট হামলায় পিটিআই নেতাসহ নিহত ১০

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি গাড়িতে রকেট হামলার ঘটনা...

এবার আইসিসির আইনজীবী ও বিচারকদের বিরুদ্ধে রাশিয়ার মামলা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তিন...

বিশ্বকাপ ফুটবলে জয় লাভের স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা একদিন বিশ্বকাপ ফুটবল খেলব।...

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড...

রাজপরিবারে প্রিন্স হ্যারি তার জন্য বরাদ্দ সর্বশেষ জায়গাটিও হারিয়েছেন। নতুন জীবনের আশায় পাড়ি জমিয়েছেন ইংল্যান্ড থেকে সুদূর যুক্তরাষ্ট্রে। এত কিছুর পরও তার বাবা ও ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন হ্যারি। তবে বিষয়টি এখনো রাজপরিবার থেকে আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে জানানো হয়নি বলে রোববার (৫ মার্চ) জানিয়েছেন হ্যারির মুখপাত্র।

আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া প্রিন্স হ্যারির বাবা ও ব্রিটিশ রাজ তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতির চেয়েও বেশি আলোচিত এখন হ্যারি এবং রাজ পরিবারের সদস্যদের নিয়ে করা তার মন্তব্য। হ্যারি তার স্মৃতিগ্রন্থ ‘স্পেয়ার’ এবং নেটফ্লিক্সে প্রচারিত প্রামাণ্যচিত্রে তার বাবা, ভাই এবং রাজ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। 
 
সবমিলিয়ে রাজা তৃতীয় চার্লস, যুবরাজ উইলিয়াম এবং রাজপরিবারের অন্যান্যদের নিয়ে মন্তব্য করার কারণে প্রিন্স হ্যারিকে রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠানে দাওয়াত দেয়া হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। এর আগে, ২০২০ সালে হ্যারি রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নেন।  

রাজ্যাভিষেক অনুষ্ঠানে হ্যারি এবং তার স্ত্রী মেগানকে দাওয়াত বিষয়ে তাদের মুখপাত্র বলেছেন, ‘আমি নিশ্চিত করে বলছি যে, ডিউক (হ্যারি) রাজার কার্যালয় থেকে দাওয়াত সংক্রান্ত একটি ইমেইল পেয়েছেন।’ তিনি আরও বলেছেন, ‘তবে ডিউক এবং ডাচেস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা তা এখনই আমি জানাতে পারছি না।’ 

এ বিষয়ে বাকিংহাম প্রাসাদে সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হলেও তারা এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। 

গত বুধবার (১ মার্চ) হ্যারির মুখপাত্র জানিয়েছিলেন, রাজপরিবারে সবশেষ আশ্রয়ও হারিয়েছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। উইন্ডসর প্রাসাদের অভ্যন্তরে ফ্রগমোর কটেজ নামে রাজকীয় আবাসটি ছাড়তে বলা হয়েছে তাদের। এতে ইংল্যান্ডে আর হ্যারির নিজস্ব কোনো আবাস থাকল না।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here