Tuesday, March 21, 2023

ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস হওয়ায় চটেছেন আলিয়া

Date:

এ সম্পর্কিত পোস্ট

এমবাপ্পেকে অধিনায়ক করায় গ্রিজম্যানের অবসরের হুঁশিয়ারি

কিলিয়ান এমবাপ্পেকে ফ্রান্সের অধিনায়ক করায় চাপা ক্ষোভ প্রকাশ করেছেন...

রকেট হামলায় পিটিআই নেতাসহ নিহত ১০

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি গাড়িতে রকেট হামলার ঘটনা...

এবার আইসিসির আইনজীবী ও বিচারকদের বিরুদ্ধে রাশিয়ার মামলা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তিন...

বিশ্বকাপ ফুটবলে জয় লাভের স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা একদিন বিশ্বকাপ ফুটবল খেলব।...

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড...

অদৃশ্য ক্যামেরা তারকাদের তাড়া করে বেড়ায়, যখন-তখন ফ্রেমবন্দি হয়ে যেতে হয়। যার বিড়ম্বনাও কিন্তু কম নয়। এবার ব্যক্তিগত মুহূর্তের ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এই বলি তারকা। আলিয়া ভাট ছাড়াও ব্যক্তিগত মুহূর্তের দুটো ছবি কোলাজ করে নেটিজেনদের অনেকে ইনস্টাগ্রামে পোস্ট করে এর প্রতিবাদ জানিয়েছেন।

আলিয়া ভাট এসব পোস্টের স্ক্রিন শট নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। এসব ছবিতে দেখা গেছে, আলিয়ার পরনে টি-শার্ট। বাসায় লিভিং রুমে অবস্থান করছেন তিনি। বেশ দূর থেকে জানালার কাচ গলিয়ে এসব মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন কেউ। এসব ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আলিয়া।

এ ঘটনায় ক্ষুব্ধ আলিয়া ভাট বলেন, ‘আমার সঙ্গে ইয়ার্কি করছেন?’ ঘটনার বর্ণনা দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘নিজের বাড়িতে লিভিং রুমে খুব স্বাভাবিকভাবে সময় কাটাচ্ছিলাম, তখন মনে হলো কেউ আমাকে অনুসরণ করছে। পাশের ভবনের ছাদে তাকিয়ে দেখি দুজন ব্যক্তি আমার দিকে ক্যামেরা তাক করে আছেন।’

প্রশ্ন ছুড়ে দিয়ে আলিয়া ভাট বলেন, ‘কোন দুনিয়ায় এটাকে সঠিক কাজ বলে মনে করা হয়? কোথায় এই ধরনের কাজের অনুমতি রয়েছে? এটা কারো গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ করা! সবকিছুর একটা সীমারেখা রয়েছে, যা অতিক্রম করা উচিত নয়। আজ সবটা অতিক্রম করে ফেলেছেন!’

এ ঘটনার পর আলিয়ার মা সোনি রাজদান ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে সোনি রাজদান লেখেন: “একজন ব্যক্তির গোপনীয়তার ক্ষেত্রে এই নির্লজ্জ অবহেলায় হতবাক এবং হতাশ। আমরা কি সত্যিই এখন ‘সেই দেশে’ পরিণত হচ্ছি? যেখানে ছবি পাওয়ার ক্ষেত্রে আমাদের সমস্ত সাংস্কৃতিক নিয়মগুলো বজায় রাখা যায় না। আশা করি, কেউ এটার দ্রুত সমাধান করতে পারবেন!’’

তা ছাড়াও আলিয়ার বোন শাহিন ভাট বিষয়টিকে ‘ভয়ংকর’ বলে উল্লেখ করেছেন। ক্ষোভ প্রকাশ করে শাহিন ভাট ইনস্টাগ্রামে লেখেন, ‘কনটেন্টের জন্য এখন আশপাশের বিল্ডিংগুলোতে লুকিয়ে থাকার প্রয়োজন হয়। মানুষের বাড়িতে জুম লেন্স তাক করাটা দারুণ? প্রাপ্তবয়স্ক পুরুষরা ক্যামেরাসহ লুকিয়ে থাকছেন, রাস্তার ওপারে লুকিয়ে থাকছেন। একজন অসচেতন নারীর গোপন ছবি তুলছেন তার বাড়িতে। আর এ জন্য তার সম্মতির প্রয়োজন বোধ করছেন না।’

আলিয়া ভাটের শাশুড়ি এবং অভিনেত্রী নীতু কাপুরও ইনস্টাগ্রাম স্টোরিতে এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন। আলিয়ার স্টোরির একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন ‘এটা ঠিক নয়।’

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here