Homeখেলামাঠে নেমেই হৃদ্‌রোগে আক্রান্ত আর্জেন্টাইন তারকার গোল

মাঠে নেমেই হৃদ্‌রোগে আক্রান্ত আর্জেন্টাইন তারকার গোল

ভাগ্যের কাছে হেরে ফুটবলকে বিদায় বলে দেয়া আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো নামলেন মাঠে, করলেন গোল। আর উদ্‌যাপনটা ছিল পরিচিত ভঙ্গিতে। ঠিক যেভাবে কাতার বিশ্বকাপে ডাচদের বিপক্ষে ঘনিষ্ঠ বন্ধু লিওনেল মেসি উদ্‌যাপন করেছিলেন। হৃদ্‌রোগে আক্রান্ত ৩৪ বছর বয়সী এই তারকা আবার মাঠে নামবেন সেটি কেউ ভাবতেও পারেনি।

সোমবার (১৬ জানুয়ারি) কিংস লিগে কুনিস্পোর্টসের হয়ে মাঠে নামেন অবসরে যাওয়া আগুয়েরো। তবে এই খেলাটির আয়োজন নিয়মিত ফুটবলের মতো নয়। ফুটবল থেকে অবসর নেয়া এবং জনপ্রিয় ব্যক্তিদের সমন্বয়ে করা হয়েছে এই আসর। যেখানে প্রতি দলে থাকবে ৭ জন করে খেলোয়াড়। কিংস লিগ চালু করেছেন বার্সেলোনার তারকা জেরার্ড পিকে।

এদিন পরসিনোসের বিপক্ষে খেলতে নেমে একটি গোলও করেন আগুয়েরো। ম্যাচের ৩৬ মিনিটে তিনি গোল করে ২-২ গোলের সমতা ফেরান। যদিও টাইব্রেকারে কাজের কাজটি করতে পারেননি আগুয়েরো। শট মিস করেছেন, তাতে শেষ পর্যন্ত হেরে গেছে দল।

তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় এসেছে আগুয়েরোর মাঠে ফেরায়। আর গোল করে বন্ধু মেসির মতো উদ্‌যাপনের মুহূর্ত ছড়িয়ে গেছে নেট দুনিয়ায়। ২০২১ সালে স্প্যানিশ লা লিগার ম্যাচে হৃদ্‌রোগে আক্রান্ত হন সার্জিও আগুয়েরো। চিকিৎসকদের পরামর্শে সে বছরেই ঘোষণা দেন অবসরের। কিংস লিগে খেলার জন্য নিতে হয়েছে চিকিৎসকদের অনুমতি।

ফুটবল থেকে অবসর নিলেও নিজ দল আর্জেন্টিনা এবং বন্ধু মেসিকে ছাড়তে পারেননি এখনও। মাঠে খেলতে না পারলেও সংকটের মুহূর্তে পাশে দাঁড়াতে ভোলেন না তিনি। কাতার বিশ্বকাপে ফাইনাল ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে গিয়ে হাজির হওয়া এবং মেসিকে উৎসাহ দেয়া তার বড় প্রমাণ। 

সর্বশেষ খবর