Tuesday, March 21, 2023

শরীয়তপুর-চাঁদপুর ও শরীয়তপুর-নাওডোবা সড়কে ডাকাতের উপদ্রপ বেড়েছে

Date:

এ সম্পর্কিত পোস্ট

এমবাপ্পেকে অধিনায়ক করায় গ্রিজম্যানের অবসরের হুঁশিয়ারি

কিলিয়ান এমবাপ্পেকে ফ্রান্সের অধিনায়ক করায় চাপা ক্ষোভ প্রকাশ করেছেন...

রকেট হামলায় পিটিআই নেতাসহ নিহত ১০

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি গাড়িতে রকেট হামলার ঘটনা...

এবার আইসিসির আইনজীবী ও বিচারকদের বিরুদ্ধে রাশিয়ার মামলা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তিন...

বিশ্বকাপ ফুটবলে জয় লাভের স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা একদিন বিশ্বকাপ ফুটবল খেলব।...

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড...

মেহেদী হাসান, শরীয়তপুর ॥

শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ও শরীয়তপুর-নাওডোবা সড়কের কয়েকটি স্থানে ডাকাতের উপদ্রপ বেড়েছে। ডাকাতরা গভীর রাতে সড়কে গাছ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে মালবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনে ডাকাতি করছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানিয়েছে, শরীয়তপুর-চাঁদপুর সড়কের ভেদরগঞ্জ উপজেলার নারয়নপুর মোড়, কাশেমপুর, গাজীপুর, খায়েরপট্রি ও নরসিংহপুর বাজার এলাকা এবং শরীয়তপুর-নাওডোবা সড়কের বাংলাবাজার ও নাওডোবা এলাকায় এসব ডাকাতির ঘটনা ঘটছে।

শরীয়তপুর-চাঁদপুর সড়কে যাতায়াতকারী ট্রাক চালক ইসমাইল নেওয়াজ জানান, কিছুদিন আগে সড়কে গাছ ফেলে কালো পোশাক পরা ও মুখ বাধা ১০/১২ জন উঠতি বয়সের ছিনতাইকারী দেশী অস্র নিয়ে আমার গাড়ীতে হামলা চালিয়ে আমাদের ২টি মোবাইল ও নগদ ২৯ হাজার সাতশ’ টাকা ছিনিয়ে নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। অন্য ট্রাক চালক ইউসুফ আলী শেখ জানান, মাঝে মধ্যেই রাতের আঁধারে এ পথের নারায়নপুর মোড়, খায়েরপট্রি ও নরসিংহপুর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়তে হয়।

পুলিশ প্রশাসন তৎপর হলে আমরা নিরাপদে যাতায়ত করতে পারি। স্থানীয় সূত্রে জানা যায়, এ আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে মাদারীপুর, বরিশাল, ফরিদপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা-চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলের ২১টি জেলার কয়েক হাজার যানবাহন প্রতিদিন চলাচল করছে। তবে সড়কটি দীর্ঘ ১৫ বছর ধরে খানাখন্দ থাকায় এ রুটে গাড়ি চলাচলে খুবই বিপদজনক অবস্থার সৃষ্টি হচ্ছে।

সেই সাথে ডাকাতের ভয়ে যানবাহন চালকরা অতিষ্ঠ হয়ে ওঠেছে। সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, আমরা ইতোমধ্যে ডাকাতি মামলার অনেক আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ডাকাতির বিষয়ে অভিযোগ পেলে আমরা মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বাহালুল খান বাহার বলেন, এর আগে ডাকাত দলের ২ জনকে আটক করা হয়েছিলো। সড়কে টহল পুলিশ জোরদার করা হয়েছে। ডাকাতির বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here