Wednesday, March 29, 2023

সংঘর্ষের আশঙ্কায় ছাত্রলীগের মিছিল থামিয়ে দিল পুলিশ

Date:

এ সম্পর্কিত পোস্ট

ভেদরগঞ্জে প্রধান শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম

মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের ভেদরগঞ্জে সাজনপুর ইসলামিয়া উচ্চ...

ঘুরে দাঁড়াচ্ছে টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি

শক্তিশালী টর্নেডোর ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের...

শুনানিতে অংশ নিলেন প্রিন্স হ্যারি

লন্ডনের আদালতে শুনানিতে অংশ নিলেন প্রিন্স হ্যারি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম...

ডিভোর্স নিয়ে মুখ খুললেন শিখর ধাওয়ান, দিলেন পরামর্শও

নিজের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন ভারতের ব্যাটসম্যান শিখর...

ভারতের পার্লামেন্টের বাইরে কংগ্রেসের ব্যাপক বিক্ষোভ

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাজা ও তার লোকসভার সদস্যপদ...

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনা জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল সড়কে থামিয়ে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে বরগুনা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে টাউন হল যাওয়ার পথে প্রেসক্লাব প্রাঙ্গণে মিছিলটি থামিয়ে দেয়া হয়। পরে প্রেসক্লাব প্রাঙ্গণে সড়কেই তারা সমাবেশ করেন।

নেতাকর্মীরা জানান, ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক কৌশিকুল ইসলাম ইমরানের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করা হয়।

অন্যদিকে জেলা ছাত্রলীগের সভাপতির পদবঞ্চিত সবুজ মোল্লা ও সাধারণ সম্পাদকের পদবঞ্চিত সাইফুল ইসলাম সাগরের নেতৃত্বে শহরে সিদ্দিক স্মৃতি মঞ্চে আরেকটি কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে বিশৃঙ্খলা এড়াতে বরগুনা প্রেসক্লাব প্রাঙ্গণে জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে আসা মিছিলটি থামিয়ে দেয় পুলিশ। পরে তাদের নেতৃত্বে সড়কে অবস্থান নিয়ে করা সমাবেশে অংশগ্রহণ করেননি জেলা আওয়ামী লীগ এবং সাবেক ছাত্রলীগের নেতারা। অন্যদিকে সিদ্দিক স্মৃতি মঞ্চের অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ এবং সাবেক ছাত্রলীগের নেতাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকেই পুলিশ সতর্ক অবস্থানে ছিল। এ কারণে ছাত্রলীগের দু-পক্ষকেই নির্দিষ্ট গণ্ডির মধ্যে সমাবেশ এবং মিছিল করতে দেয়া হয়েছে।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেন বলেন, একই সময়ে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় মিছিল থামিয়ে দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here