Tuesday, March 28, 2023

সৌদিতে ১০ রমজান শেষ হচ্ছে হজ আবেদন

Date:

এ সম্পর্কিত পোস্ট

শুনানিতে অংশ নিলেন প্রিন্স হ্যারি

লন্ডনের আদালতে শুনানিতে অংশ নিলেন প্রিন্স হ্যারি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম...

ডিভোর্স নিয়ে মুখ খুললেন শিখর ধাওয়ান, দিলেন পরামর্শও

নিজের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন ভারতের ব্যাটসম্যান শিখর...

ভারতের পার্লামেন্টের বাইরে কংগ্রেসের ব্যাপক বিক্ষোভ

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাজা ও তার লোকসভার সদস্যপদ...

অভিনেত্রী আকাঙ্ক্ষার মৃত্যুতে মিলল চাঞ্চল্যকর তথ্য!

আত্মহত্যা নয়, হত্যা করে মরদেহ ঝুলিয়ে দেয়া হয়েছে–পুলিশের কাছে...

শেষ ম্যাচে নেপাল বধের লক্ষ্য টাইগ্রেসদের

জয় দিয়েই সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপের আসর শেষ...

হজ আবেদনের শেষ তারিখ হিসেবে ১০ রমজানকে নির্ধারণ করেছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির নাগরিকরা ১০ রমজান পর্যন্ত হজের জন্য আবেদন করতে পারবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, যারা চলতি মৌসুমে হজ পালনে ইচ্ছুক, বিশেষ করে যারা এখনো হজ পালন করেননি তাদের জন্য হজ আবেদনের শেষ দিন ১০ রমজান।  

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, তবে যারা এর আগে এক বা একাধিকবার হজ পালন করেছেন বিশেষ করে ৫ বছর আগে হজ বা ওমরাহ পালন করেছে তারাও আবেদন করতে পারবে। তবে সেক্ষেত্রে স্থান খালি থাকা সাপেক্ষে অনুমতি দেয়া হবে।   

এদিকে সৌদি সরকার জানিয়েছে, গত বছরের তুলনায় চলতি বছরের হজ ও ওমরাহ প্যাকেজের ব্যয় অন্তত ৩০ শতাংশ কমেছে। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ড. আমর বিন রেজা আল মাদ্দাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এরই মধ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হজ প্যাকেজের ৯০ শতাংশই বিক্রি হয়ে গেছে।

হজযাত্রীদের জন্য নতুন নিয়ম করছে সৌদি আরব। এ নিয়ম অনুযায়ী হজসংক্রান্ত যাবতীয় পরিষেবার ফি সম্পূর্ণভাবে পরিশোধের পরই বিদেশি যাত্রীদের হজ পালনের অনুমতি দেয়া হবে।

তবে সৌদির নাগরিকদের জন্য এ ক্ষেত্রে খানিকটা ছাড় দেয়া হয়েছে। নাগরিকদের একটি অংশ হজসংক্রান্ত বিভিন্ন পরিষেবার ফি তিন কিস্তিতে পরিশোধ করতে পারবেন। তবে কোন কোন নাগরিক এ সুবিধা পাবেন, তা নির্ধারণে লটারি করা হবে। সেখানে যেসব আবেদনকারীর নাম উঠবে, তারাই পাবেন এ সুবিধা।

সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, চলতি বছর সৌদির অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য ফি ধরা হয়েছে ন্যূনতম ৩ হাজার ৯৮৪ রিয়াল থেকে সর্বোচ্চ ১১ হাজার ৮৪১ রিয়াল। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ন্যূনতম ১ লাখ ২৩ হাজার ৩৪৮ টাকা থেকে সর্বোচ্চ ৩ লাখ ৩৪ হাজার ৫০৮ টাকা।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here