Homeআন্তর্জাতিকস্পেনে রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ৬

স্পেনে রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ৬

স্পেনে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাস। এতে বাসটিতে থাকা ছয় যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুজন। দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রোববার (২৫ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লারেজ নদীতে পড়ে যাওয়া বাসটি থেকে ৬৩ বছর বয়সী চালক এবং আরও কয়েকজন নারী যাত্রীকে বাসটি থেকে টেনে বের করেন স্থানীয় দুজন উদ্ধারকারী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

চালক মাতাল ছিল কি না, এমন এক প্রশ্নের জবাবে স্থানীয় পুলিশের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, চালকের ডোপ টেস্ট করা হয়েছে। তার শরীরে কোনো ধরনের মাদকের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরও বলেছেন, উদ্ধার এবং তল্লাশি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। প্রকৌশলীরা সেতুটির ভাঙা রেলিং মেরামতের কাজও শেষ করেছেন। 

যাত্রীবাহী ওই বাসটি মনবাস নামে একটি কোম্পানির। রোববার রাতে লুগো শহর থেকে বাসটি ভিগো নামে আরেকটি শহরে যাচ্ছিল। যাওয়ার পথে রাত সাড়ে স্থানীয় সময় ৯টার দিকে বাসটি সেতুটির রেলিং ভেঙে অন্তত ৪০ মিটার বা ১৩১ ফুট গভীরে নদীতে পড়ে যায়।

সর্বশেষ খবর