Tuesday, March 21, 2023

স্বাধীনতাবিরোধীরা রাজনীতি করার সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

Date:

এ সম্পর্কিত পোস্ট

আটোয়ারীতে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির মামলা

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়।।   পঞ্চগড়ে মাও.আব্দুল মতিন সরকার (৫৭) নামে এক অধ্যক্ষের...

রিয়ালের মুখের হাসি কেড়ে নিল বার্সেলোনা

উত্তেজনায় ভরপুর এল ক্লাসিকোয় এবার জয় পেল বার্সেলোনা। শেষ...

রিয়ালের শিরোপার সম্ভাবনা শেষ, স্বীকার করলেন কর্তোয়া

লা লিগায় এবারের শিরোপার নিষ্পত্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল...

হ্যাটট্রিক জয়ে রিয়ালের বিপক্ষে বার্সার ‘সেঞ্চুরি’

এল ক্লাসিকো নিয়ে উন্মাদনাটা হয়তো আগের পর্যায়ে নেই। লিওনেল...

রেলস্টেশনের টিভিতে হঠাৎ পর্নো ভিডিও চালু

ভিড়ে ঠাসা রেলওয়ে স্টেশনের টিভি স্ক্রিনে আচমকা চলতে শুরু...

স্বাধীনতাবিরোধী কেউ রাজনীতি করার সুযোগ পাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে নাটোরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও তাদের দোসরদের কোনো জায়গা ছেড়ে দেয়ার সুযোগ নেই উল্লেখ করে দীপু মনি বলেন, বিজয়ের মাসে সবার প্রত্যয় হবে: স্বাধীন দেশে রাজনীতি থাকবে, পক্ষ-বিপক্ষ থাকবে, সরকার থাকবে, বিরোধী দল থাকবে; তবে স্বাধীনতাবিরোধী কেউ থাকবে না। স্বাধীনতার বিরোধী কেউ রাজনীতি করার সুযোগ পাবে না।

শিক্ষামন্ত্রী বলেন, ৭১-এর অপশক্তি, ৭৫-এর খুনি, ২০০৪ সালের ২১ আগস্টের খুনি, আগুনসন্ত্রাসীরা আবার মাথাচাড়া উঠেছে। নির্বাচন সামনে রেখে তারা গণতন্ত্রের নামে মায়াকান্না করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যেকোনো মূল্যে এদের প্রতিহত করতে হবে।

বিএনপিকে ব্যর্থ দল উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দণ্ডিত আসামির কথায় ১০ ডিসেম্বর থেকে দেশ চালানোর কথা বলে ব্যর্থ হয়েছে। যারা জনবিচ্ছিন্ন, তাদের দিয়ে আন্দোলন-সংগ্রাম হয় না।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের সম্পৃক্ততা নিয়ে মানুষের বাঁচার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়ন এনে দিয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ও শফিকুল ইসলাম শিমুলসহ অনেকে।

 

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here