Homeআন্তর্জাতিকআয়ারল্যান্ডে রফতানি বাণিজ্য কমে যাওয়ার আশঙ্কা

আয়ারল্যান্ডে রফতানি বাণিজ্য কমে যাওয়ার আশঙ্কা

আয়ারল্যান্ডে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তবে সঠিক সময়ে মালামাল না পাওয়া, কন্টেইনারের অস্বাভাবিকভাবে দাম বাড়ার কারণে শঙ্কায় রয়েছেন জড়িত বাংলাদেশি ব্যবসায়ীরা। সরকারের একটু তদারকিতে এ খাতে আসতে পারে আরও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।

আয়ারল্যান্ডে বাংলাদেশি অন্তত পাঁচটি খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবেশক বিডি ট্রেডিং অ্যান্ড বিডিসি ফুড লিমিটেড। প্রতিষ্ঠানটি কেবল আয়ারল্যান্ডেই নয়, ইউরোপের সাতটি দেশেরও পরিবেশক। প্রতিমাসে বাংলাদেশ থেকে কোটি টাকারও বেশি পণ্যের মূল্য আমদানি করে থাকে তারা।

তবে যেসব পণ্য লন্ডন হয়ে আয়ারল্যান্ডে আসে, তা আমদানিতে একদিকে যেমন মোটা অঙ্কের কর গুনতে হয়, অন্যদিকে সাম্প্রতিক সময়ে কন্টেইনারের মূল্য প্রায় তিনগুণ বাড়ায় শঙ্কার মধ্যে রয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। শুধু তাই নয়, আমদানি কমে গেছে মাছেরও। ইউরোপের পুরো মাছের বাজার এখন মিয়ানমারের দখলে। এ অবস্থায় সংকট নিরসনে সরকারের কাছে জোরালো পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা।

প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সৈয়দ রেদোয়ান আহমেদ বাবু বলেন, মিয়ানমারের রফতানিকারকরা এখন বাংলাদেশের থেকে অনেক বেশি পণ্য পাঠাচ্ছে। আমাদের দেশের পণ্য কীভাবে বাড়ানো যায় তার জন্য কাজ করতে হবে।

শুধু মাছ নয়, আমদানি কমেছে চালেরও। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নীতিনির্ধারকরা এ বিষয়ে একটু সচেতন হলেই এ খাত থেকেও আসবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।

সর্বশেষ খবর